কেন রোদ্দুর ছোঁও তুমি ভালবাসা? আর ধাবিত হও শুধু নক্ষত্রের দিকে? তুমি কি দেখেছো দেখেছো ? নদীবুক কেমন বয়ে চলেছিল ....সহস্রছিদ্র বুকে নিয়ে , সব স্মৃতির বজরা? আর অজানা শহীদের মত হারিয়েছিল সব রোদ্দুর। হায়
সমুদ্রের বুকে বিস্তৃত হোক,
বিস্তৃত হোক
সকল জলবাঁধনস্পর্শে
হারানো রোদ্দুর। সেইসব
স্পর্শের সংজ্ঞা দাও,
সকল স্পর্শের সংজ্ঞা দাও আজ তুমি , তোমার ওষ্ঠ ছুঁয়ে।
তোমার ওষ্ঠ ছুঁয়ে
কাছে থেকেও হারাই দূরে
হারাই আমাকে, আমারই এই হৃদস্পন্দনে রেখে.......... সবসময় ডরাই,সবসময় ডরাই আর ভাবি আরো একবার দেখি দূর থেকে তোকে...তোমাকে , প্রিয় রোদ্দুর....