যমুনাতীরে
অরন্য সময়, ভোরের রাত্রি পার হয়ে
এই যে মরুভুমি জল,
সবকিছু তোর চোখে লেখা আছে।
কাছে আয়, আয় সই
কেন দুরে পরে রই ... বাকিটুকু পড়ুন

অরন্য সময়, ভোরের রাত্রি পার হয়ে
এই যে মরুভুমি জল,
সবকিছু তোর চোখে লেখা আছে।
কাছে আয়, আয় সই
কেন দুরে পরে রই ... বাকিটুকু পড়ুন
খুশীর ঈদে....সকলকে জানাই ঈদুলফিতরের প্রীতি ও শুভেচ্ছা। বাকিটুকু পড়ুন
মিথ্যা বলেছিলাম যে একক,
অচন্চল আমি, বসেছিলাম একা।
আমার অবক্ষয়
সত্যের অপচয় আমি আমার ভিতর থেকে আমি দেখেছিলাম।
মনের ভিতরে ... বাকিটুকু পড়ুন
সীমান্তে । অচন্চল বসে আছি একা।
মানুষের অবক্ষয়
সত্যের অপচয় দূর থেকে দেখি। ... বাকিটুকু পড়ুন
যমুনাতে নৌকায় বসে তুমি যখনি করেছো ইশারা
দেখেছি সারি সারি ছায়াপথ
অর্বুদ নির্বুদ সব গ্রহতারা (তোমারি নির্দশে)।
ছুটতে পারিনি বলে
নিয়েছ বৈঠা কেড়ে
ফিরিয়েছ দুই চোখ, ... বাকিটুকু পড়ুন
সরলরেখাতো শুধু সরলরেখাই নয়,
সে কখনো বক্ররেখাও হয়।
সরলরেখায় চড় থাপ্পড় মেরে
একটু একটু করে
সুর্য সরে পড়ে। ... বাকিটুকু পড়ুন
যদি না হও তুমি নদী
আমি তবে কার কাছে যবো?
কার কাছে বুঝে নেব
সকল নৌকাইতিহাস,
ছলছলে চোখের আশ্বা:সে যে কাঁদে অবিরত ,
সেই চোখে কি করে এঁকে দেব আমার , গোপন গুহার ছবি।
আজ ... বাকিটুকু পড়ুন
যদি ইচ্ছা করে
তুমি নাচো, যতখুশি নাচানকোঁদন করো
তবু ভুলোনা ,আজ,এই
যমুনা বুকের চাঁদ।
স্বচ্ছ নৌকা। আরোও স্বচ্ছ যমুনার সকল বাঁধ।
যমুনা বুকে টলমলে আমি।
আজ নিতে পারো, ... বাকিটুকু পড়ুন
নাচো।নাচো।ও ইচ্ছে, তুমি তোমার ইচ্ছে মতো নাচো....
ও অসুখ, তোর ইচ্ছের কি সুখ?
তুই নাচ , তোর ইচ্ছে মতন নাচের নাচন,
তারপর অই অসুখ এসে মারবে সপাট লাথ
তোর সাজানো ব্যালকনিতে ।
যখন ... বাকিটুকু পড়ুন
কেন রোদ্দুর ছোঁও তুমি ভালবাসা? আর ধাবিত হও শুধু নক্ষত্রের দিকে? তুমি কি দেখেছো দেখেছো ? নদীবুক কেমন বয়ে চলেছিল ....সহস্রছিদ্র বুকে নিয়ে , সব স্মৃতির বজরা? আর অজানা শহীদের মত হারিয়েছিল সব রোদ্দুর। হায়
সমুদ্রের বুকে বিস্তৃত হোক,
বিস্তৃত হোক
সকল জলবাঁধনস্পর্শে
হারানো রোদ্দুর। সেইসব
স্পর্শের সংজ্ঞা দাও,
সকল স্পর্শের সংজ্ঞা দাও... বাকিটুকু পড়ুন
চলো বদলে যাই।
চলো।
পৃথিবীর ঘ্রাণে ভরা মাতাল বাতাস
যখন পৌঁছায় মহাকাশে, তোমার ঘরের দরজা ঘেঁষে,
চিলেকোঠায়। ... বাকিটুকু পড়ুন
বিষাদ তুমি স্বপ্ন ছেড়োনা এই একুশে।
নামুক , নামুক , নামুক সব জ্যোৎস্না আজ,
এই অন্ধকারের মাঝে, আজ
এই একুশ হৃদয়ে।
সব অন্ধকার ক্ষয়ে
এক আলোকঝর্ণাধারার মতন ... বাকিটুকু পড়ুন
তোমার শিষ দেওয়া রাতে জেগে থাকে আমার প্রবল প্রভাত। আমি সবুজে, সবুজ ঘাষে , আমি সোনালী ধান হই আর একবার , হাজারবার, প্রবল উচ্ছাসে, এই একুশে, এই গভীর রাতে এইস, ইত্যাদি.. আমার স্বপ্নসকল। বাকিটুকু পড়ুন
বিষাদ তুমি স্বপ্নে ছেড়োনা
আমার পিছু।
কারণ
আর হারানোর কিছু নেইকো।
আর নেইকো পিছনে কিছু।
বিষাদ, তুমি স্বপ্নে থেকো , ... বাকিটুকু পড়ুন
তুমি আমাকে আর কি দেবে?
এই সকালের শব্দসকল?
দেবে কি সন্ধ্যা? ফিরিয়ে দেবে সব সাল বিকাল
নাকি দেবে তুমি
জীবনের সব শব্দনকল !
কিইবা দেবে! ... বাকিটুকু পড়ুন