চলো বদলে যাই।
চলো।
পৃথিবীর ঘ্রাণে ভরা মাতাল বাতাস
যখন পৌঁছায় মহাকাশে, তোমার ঘরের দরজা ঘেঁষে,
চিলেকোঠায়।
পার হয়ে যাই চিরচেনা চৌকাঠ।
যেতে যেতে
ঘুমন্ত তোমাকে শুদ্ধ করি আমি।
চিঠি দেবো একদিন , সেই চিঠি
পড়ে দেখো। জেনো, কেমন
তোমার দু’টি চোখ ছুঁয়ে শুদ্ধ হয়েছি আমি, নিঃশব্দ প্রেমে।