অনলাইন থেকে
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বলিউড তারকা ও কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ করায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ভারতের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদব। তাঁর দাবি, ‘মুসলমান বলেই শাহরুখকে অপমান করা হয়েছে।’
এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) জানিয়েছে, পার্লামেন্ট ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শাহরুখের পক্ষ নিয়ে লালু প্রসাদ যাদব বলেন, ‘আইপিএল বন্ধ করে দেওয়া উচিত।’
লালু প্রসাদ যাদব দাবি করেন, ‘সবকিছু হচ্ছে ঘৃণার বশবর্তী হয়ে।’
এর আগে পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তকে অগণতান্ত্রিক বলে অভিহিত করেন।
১৬ মে রাতে ভারতীয় টেলিভিশনের খবরে দেখা যায়, ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ানসের বিপক্ষে কলকাতা নাইট রাইডার্স ৩২ রানের জয় পাওয়ার পর সঙ্গীদের নিয়ে মাঠে ঢোকার চেষ্টা করেন শাহরুখ খান। এ সময় নিরাপত্তাকর্মীরা তাঁকে বাধা দিলে তিনি তাঁদের ওপর চড়াও হন। একপর্যায়ে এমসিএর কর্মকর্তারা এগিয়ে গেলে তাঁদের সঙ্গেও দুর্ব্যবহার করেন এই বলিউড তারকা। এ ঘটনায় মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন ওয়াংখেড়ে স্টেডিয়ামে শাহরুখ খানকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে।
ঘটনার সময় শাহরুখ খান ‘মাতাল’ ছিলেন বলেও অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা অভিযোগ করেন। তবে বৃহস্পতিবার অভিযোগ অস্বীকার করে শাহরুখ বলেছেন, ‘আমি মাতাল ছিলাম না। আমি আমার ছেলেদের উঠিয়ে আনতে গিয়েছিলাম। অথচ কর্মকর্তারা রূঢ় ও মারমুখী আচরণ শুরু করেন। তাত্ক্ষণিকভাবে আমি ক্ষুব্ধ হলেও পরক্ষণেই শান্ত হয়ে যাই।’