হাই স্কুলের হেড স্যারের ছেলে জায়ান । বরাবর ভাল ছাত্র(মানে রেজাল্ট ভাল) ।ভাল বোঝে এবং মনোযোগী ছাত্র। স্কুল লাইফের প্রথম থেকেই রেজাল্ট ভাল । দুস্টু পোলাপাইন আবার ব্যাঙ্গ করে "হেড স্যারের ছেলে দেখে সবাই বেশি নম্বর দেয়

। সব সময় স্কুলে প্রথম থেকে তৃতীয় এর মধ্যে তার রোল নং ছিল । এক সৌদি প্রবাসীর ছেলে রায়ান । ছাত্র হিসাবে মোটামোটি হলেও পড়তে তার একদম ভাল লাগে না । তারপরও পড়তে হয় বলে পরে । তার মা সব সময় তাকে নিয়ে বিরক্ত । প্রতিবেশী হেড স্যারের ছেলে এত ভাল রেজাল্ট করে কিন্তু এত সুযোগ সুবিধা দেয়ার পরও তার ছেলের রোল থাকে ১৫ থেকে ২০ এর মধ্যে । এই নিয়ে তার ক্ষোভের কোন সীমা নেই । এজন্য ছেলেকে কম বকাবকি করে নাই । এসএসসি, এইসএসসি পাশের পরে রায়ানের মার ভুল ভাঙ্গল আসলে তার ছেলে এবং জায়ানের মধ্যে কোন পার্থক্য নেই। শুধু শুধু ছেলেটাকে বকাবকি করছে এত দিন । দুজনেই A+ পেয়েছে । শুধু তাই না , তিনি জেনেছে সারা দেশের মেধাবী ছেলে মেয়ের ভিতর তার ছেলেও একজন । তিনি তার ছেলেকে ডাক্তার ইঞ্জিয়ানিয়ার বানানোর স্বপ্ন দেখা শুরু করেন ।
দুই বছর পরঃ
জায়ান সরকারি বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞানের প্রথম বর্ষ পার করে ২য় বর্ষে পরছে। রেজাল্ট ভালই করছে। রায়ানের সময় কাটে তার ঘরের ভিতর । দরজায় খিল লাগিয়ে সারাক্ষন বাসায় থাকে । পর পর দু বছর ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারি কলেজে ভর্তি পরিক্ষা দিয়ে চান্স পায় নি । প্রচণ্ড ক্ষোভ তার । তার মতে এসব কলেজে ভর্তি পরিক্ষা বাতিল করা উচিৎ।
সর্বশেষ এডিট : ০৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৩