সুদুর বাড়বকুন্ড, সীতাকুন্ড, চট্টগ্রাম এ স্থাপিত বিসিআইসি'র প্রতিষ্ঠান চিটাগাং কেমিক্যাল কমপ্লেক্স-এ কর্মকালীন একদিন দুপুরে সিসিসি প্রাইমারী স্কুলের পাশ দিয়ে কারখানার বাসায় ফিরছিলাম। হঠাৎ চোখ পড়লো স্কুলের বাগানে ফোটা এ ফুলের দিকে। চমৎকার ও অপরূপ সুন্দর !! গাছ পাওয়ার লোভ সামলানো অসম্ভব।
স্কুল বন্ধ। আশেপাশে কাউকে দেখছিনা। আমাদের কারখানার ভিতরেই যেহেতু স্কুল আর আমি হলেম তিনশত একর এলাকার প্রশাসন বিভাগীয় প্রধান (!) এ ফুলের গাছের ডাল ভাঙ্গলে বা ডাল চুরি করলে কার আর কি বলার আছে !! অতএব একটি ডাল ভেঙ্গে আমার দোতলা বাসার সামনে বুনে দিলাম !!
দারুন ফুটলো সে 'ব্লিডিং হার্ট' !!
সাভার, ঢাকায় পোস্টিং হয়ে আসার সময় ওর ডাল নিয়ে এলাম। সাভারেও চমৎকার ফুটলো !!
দেখে দেখে আমার মতই কতজনা এ ফুলের লোভে পড়েছে আর কতজন-কে যে দিয়েছি !!
ফুল যতই সুন্দর হোক; তা কি মানুষের সৌন্দর্যকে অতিক্রম করতে পেরেছে !!??
কে জানে !! ভালোবাসা তো যেন চোখের মতই পিচ্ছিল কোন বস্তু।
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৮