
থাকুক তোমার দখিন হাওয়া, আমার থাকুক ঝড়
তোমার তরে তরুর ছায়া, আমার তেপান্তর
তুমি ঘুমাও সুখের কোলে, আমি ভুলে যাওয়ার দলে
হারিয়ে তোমায় মোর ধরণী হলো বিপুলতর

কোনোখানে একটু শূণ্য রেখো
পরিপূর্ণ তোমার জীবনে;
মুহূর্তের একান্ত মন্দিরে
যেখানে নির্জনে
তুমি শুধু নিজে আপনার

মানুষের ভিড়ে কোনো মানুষ থাকেনা।
বিষন্ন সন্ধ্যার জাল তোলে এক নিরব শিকারী
চেয়ে দেখে সব পাখি হয়েছে উধাও
দু'একটি বৃন্তঝরা আলোর পালক থাকে, তাও
হাত পেতে চেয়ে নেয় রাত্রির ভিখারি।

হিম হয়ে নড়ে গেল ও - পাশের পাইস্-রেস্তরাঁতে,
প্যারাফিন-লন্ঠন নিভে গেল গোল আস্তাবলে।
সময়ের প্রশান্তির ফুঁয়ে;
এইসব নিওলিথ - স্তব্ধ তার জ্যোৎস্নাকে ছুঁয়ে।"

এখন অপর আলো পৃথিবীতে জ্বলে;
কী এক অপব্যয়ী অক্লান্ত আগুন।
তোমার নিবিড় কালো চুলের ভিতরে
কবেকার সমুদ্রের নুন।

আমার ইচ্ছা করে এই ঘাসের ঘ্রাণ হরিৎ মদের মতো
গেলাসে গেলাসে পান করি
ঘাসের ভিতর ঘাস হয়ে জন্মাই কোনো এক নিবিড়
ঘাসমাতার শরীরের সুস্বাদ অন্ধকার থেকে নেমে।

যে গাছ কেবলি একা, স্পষ্ট পাথরের মতো ভারি
আমি কবিতাকে তার কাছাকাছি নিয়ে যেতে পারি।

মেঘলাদিনে দুপুরবেলা যেই পড়েছে মনে
চিরকালীন ভালোবাসার বাঘ বেরোলো বনে।

কমরেড আজ নবযুগ আনবে না?
কুয়াশাকঠিন বাসর যে সম্মুখে।
লাল উল্কিতে পরষ্পরকে চেনো-
দলে টানো হতবুদ্ধি ত্রিশঙ্কুকে
কমরেড আজ নবযুগ আনবে না?


মাঝে মাঝে আমি তোমাকে পেতে চাই
চিঠি লেখার দূরত্বে;
যেখানে
আমার কথাগুলো আমাকে দাঁড় করিয়ে রেখে
তোমার কাছে যাবে।

একটাই তো কবিতা, লিখে যাচ্ছি
লিখে যাবো, সারা জীবন ধরে
আবার দেখা হবে, আবার দেখা হবে, আবার দেখা হবে।

[ লীনা দিলরূবা আপু কবিতার উদ্ধৃতি দিয়ে একটা পোস্ট দিয়েছিলেন, সেখান থেকে পছন্দের গুলো নিয়ে আমি একটা ছবি সহ পোস্ট দিয়ে দিলাম ভাল লাগা লাইন গুলো নিয়ে !!!! ]