একপাশে প্রিয় স্বদেশ আর অপর পাশে মায়ানমার।নাফ নদীর মধ্য রেখা ধরে ছুটে চলা অপরূপ সেন্টমার্টিন এর পথে।দেড়ঘন্টা যাত্রার পর ধীরেধীরে বিন্দু থেকে শুরু হয়ে নিজ আকারে ধরা দেবে সাগরের বুকে জেগে উঠা সেন্টমার্টিন।মুগ্ধ হবেন এর রূপ সৌন্দর্যে।একথা বাজি ধরে বলতে পারি।
রাতের সেন্টমার্টিন ও অসাধারন। ভরা পূর্ণিমায় জোয়ারের পূর্ণ যৌবনে সাগরপাড়ে শুয়ে আছি , একথা মনে হলে এখনও আমি হারিয়ে যায়।কেমনযেন মাতাল করা অনুভূতি। রাত তিনটা অবধি শুয়ে ছিলাম একবার।
ছেড়াদ্বীপের শেষ পাথর খন্ডের উপর বসে দেশের দক্ষিনের শেষসীমা ছুয়ে দেখার অনভূতিও অন্যরকম।
শিউরে উঠা স্মৃতিও আছে।আমরা দুই বন্ধু (মিঠু) আর অচেনা দুজন ভর সন্ধ্যায় হরতালের ঘোষনায় মাছের নৌকা ভাড়া করে রওয়ানা দিয়েছিলাম।একপর্যায়ে আকাশে দুটি তারা ছাড়া আর কোন সাথী ছিলনা।এমন এডভেঞ্চার এর পর আর করা হয়নি।কিছুটা ভয়ভয় লাগলেও সেটা এখন স্বীকার করার কোন মানে নেই।
নাফ নদীতে বার্মিজ শীপ..
মোহনায় মাছ ধরা
সিন্দাবাদ থেকে ঈগল দেখা
সেন্টমার্টিন
ছেঁড়াদ্বীপ:
সূর্যাস্ত:


দক্ষিনের শেষসীমা
আসুন পরিবেশ টাকে রক্ষ্যা করি।