পিএল আসলেই কেন যেন ব্লগ লিখার ইচ্ছা উদয় হয়। এমনেতেই ব্লগে খুবই অনিয়মিত আমি , যদিও স্যামওয়ারইন এ আগমন সেই ২০০৮ সালের ডিসেম্বর এ ।লাস্ট একটা পোস্ট ছিল মনে হয় এই বছরের জুন এ । বুয়েটের লাস্ট টার্ম এর ক্লাস (যদি ল্যাগ না খাই ) শেষ হইল কিছুদিন আগে । শেষ এ এসে কেন যেন এখন বুয়েট আর বুয়েট লাইফটাকে খুব মিস করি ,যদিও এখনো মিস করার মতন কিছুই হয় নাই এখনো ফাইনাল এক্সামও বাকি । কারনে অকারনে সবাই একসাথে হইতে চাই। একটু আড্ডাবাজির জন্য মনটা যেন কেমন করে ।খালি মনে হয় ক্যাম্পাস এ গিয়া একটু বসে থাকি কোন কাজ না থাকলেও। চিন্তা করলেও খারাপ লাগে আর ২ টা মাস পর সবাই সবার লাইফ নিয়া ব্যস্ত হয়ে যাবে । তখন হুট করে মনে হল এখানে যাই ব্যস সবাই মিলা দিলাম দৌড় ,তখন হয়ত এমনটা হবে না । মনে হইল অড টাইম এ দিলাম যারে তারে ফোন কুটনামি করার জন্য না হয় সিরিয়াল এর গল্প করার জন্য , তখন হয়ত সবার সময় থাকবে না । আর এক্সাম টাইম এ দলে দলে ফটোকপি করতে কেউ আসবে না , ফটোকপির উসিলায় আড্ডাবাজি , গসিপ ,পার্টি আর হবে না । এইগুলা যখন মনে হয় কি যে কষ্ট লাগে ।অনেক দিন আগে সাউথ এর একটা মুভি দেখসিলাম "হ্যাপি ডেইস", একটা ইঞ্জিনিয়ারিং কলেজ এর কাহিনী ।ওইখানে কলেজের শেষ দিনে প্রিন্সিপাল এর লাস্ট কথাটা ছিল প্রায় এমন "This is the end of your most happy days but starting of the most important days "।
আমাদের সবার অবস্থা হইসে মনে হয় ওই স্টুডেন্ট গুলার মতন , সবাই লাস্ট এ এসে বুয়েট ও বুয়েট এর সব ফ্রেন্ডদের ব্যাপক মিস করতেসি। আগে সকালে উঠলে মনে হইত ইস ক্লাস এ যাওয়া লাগবে কি পেইন ।। আর এখন সকালে উঠে যখন মনে হয় বুয়েটেতো যাওয়া হবে না আজকেতো কারো সাথে দেখা হবে না । কেউ যদি বলে আজকে আসব তোর বাসায় খুবই খুশি লাগে মনে হয় যাক আজকে কারো সাথেতো দেখা হবে ।ইস কয়দিন পর আর কেউ কারনে অকারনে বাসায় আসবেনা ,চিন্তা করলেও কেমন যেন খারাপ লাগে । কিছু মানুষ আছে যাদের জন্য আসলেই খুবি ফিল করি , হয়ত তারা আমার জন্য ওইভাবে করে না । কিন্তু মাঝে মাঝে খারাপ লাগে ইস আমি ওদের জন্য এত চিন্তা করি ওরাতো করে না , কিন্ত পরে মনে হয় ধুর ওরা কি জানে আমি ওদের জন্য চিন্তা করি ।
লাস্ট এর কয়েকটা দিন আসলেই অনেক স্পেশাল ছিল , এত মজা মনে হয় না এর আগে কখনও করসি জীবন এ । র্যাগ এর এত অনুষ্ঠান , এত মজা এত হৈচৈ , কি যে ভাল লাগত ঐ দিন গুলা। এত দ্রুত কেন যে শেষ হয়ে গেল ঐ ৫ টা দিন লাস্ট সপ্তাহের !! যখনই ঐ দিনগুলার ছবি দেখি ,অটোমেটিক চোখ ঝাপসা হইয়া যায় ।আমার মনে হয় আমার শুধু না বাকি সবারই একই অবস্থা । সব শেষ এ সি এস ই র্যাগ এর একটা ছবি দিলাম ।
পলাশীতে পুয়েটে আমাদের নিউ বিল্ডিং এর সামনে সি এস ই ০৫
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০১০ রাত ২:১৬