আমার ছোটবেলা ১
আমার ছোটবেলা ২
আমাদের সবচেয়ে মজার দিনগুলা কাটতো যখন আমার খালারা ইয়ামেন থেকে বেড়াতে আসত দেশে। আমাদের বাসা তেমন বড় না ,কিন্তু ওরা যখন ১ মাসের জন্য দেশে বেড়াতে আসত আমরা সবাই খুব মজা করে একসাথে থাকতাম । আমাদের বাসায় আগের দিন এর অনেক বড় একটা খাট ছিল তখন আমি,আমার ভাই , আম্মু আর আমার ২ খালাতো ভাই বোন সবাই মিলে একসাথে ঘুমাতাম । আম্মু আমাদের সবাইকে একসাথে রাতে খাইয়ে দিত ।আম্মু একটা বিশাল বল এ ভাত মাখাত,আমরা ৪ জন আম্মুকে ঘিরে বসে থাকতাম তারপর আমাদের এক এক করে লোকমা মুখে দিত । নিমিশে বল খালি হইয়া যাইত

আমাদের বাসার সামনে আমরা সবাই আশেপাশের বিভিন্ন বয়সের ছেলেমেয়েরা একসাথে খেলতাম , গোল্লাছুট , দাড়িয়াবান্ধা, মাংস চোর , বঊচি, ছোয়াছুয়ি, কানামাছি, ফুলটোক্কা , এলন্ডিলন্ডন আরও কতকি !!! আমি অবশ্য ফুটবল ক্রিকেটও খেলতাম ভাই এর সাথে , আর ছোট ছোট হাড়ি পাতিল নিয়ে একা একা রান্নাবাটি ও খেলতাম। আমার পুতুল খেলার অনেক শখ ছিল বিভিন্ন জায়গা থেকে আমি পুতুল এর জন্য ছোট ছোট কাপড়ের টুকরা নিয়া আসতাম।
ছোটবেলার মজার ঘটনার মধ্যে যে কয়েকটা মনে পড়ে একটা হল তখন আমার খালামনিরা মাত্র ইয়ামেন থেকে আসছে আমাদের বাসায় আমি তখন মাত্র কেজিওয়ান/ওয়ান এ পড়ি । একদিন স্কুল থেকে এসে আমি স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পড়ে ঘুরে বেড়াইতেসি








আরেকটা মজার যে কাহিনী মনে পড়ে তা হল আমার একইদিনে ২ টা দাঁত পড়ার কথা। তখন আমি ক্লাস ১/২ তে পড়ি মনে হয়। আমি আর আমার ভাই একটা আজীব খেলা খেলতেসিলাম । একটা কাঁথা নিয়ে আমার ভাই ঐটার একটা প্রান্ত ধরে আসে আর আমি আরেকটা প্রান্ত দাঁত দিয়ে কামড়ে ধরে আসি (আল্লাহ জানে এটা কি খেলা ছিল !!!!!!!!! ) । কাঁথাটা পুরা টানটান অবস্থায় আসে হঠাৎ আমার ভাই এর কি মনে হল ও কাথাটার মাঝ বরাবর একটা হাত দিয়ে জোরে বাড়ি দিল । আর আমার সামনের দিকের একটা দাঁত উড়ে খাটের নিচে চলে গেল (যেটা ঐ মুহূর্তে আমি দেখি নাই ) আর একটা দাঁত আধা ভেঙ্গে গেল । আমিতো বিশাল কান্নাকাটি শুরু করলাম




আবার আমার দাঁত ফেরত দিবে আর আমিও এটা বিশ্বাস করে বসে আছি

ছোট থাকতে আমি কেন যেন পুলিশদের খুব বড় কিছু মনে করতাম


আর আমি খুব ভয় পেতাম যে জিনিসটা তা হল আমার মামা সবসময় আমাকে ভয় দেখাইত যদি বেশী দুষ্টামি করস তাইলে কিন্তু তোর আম্মু কে বিয়া দিয়া দিব




(চলবে )
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০০৯ সকাল ১১:১১