অনেকদিন যাবত আমার মন খুবই খারাপ ছিল নানা কারনে । কিন্তু বাইরে থেকে দেখলে অবশ্য বোঝা যায় না আমার মন খারাপ । আমি কোন কারন ছাড়াই এত হিহি করতে থাকি যে কেউ দেখলে ভাববে দুঃখ বলে কোন জিনিস আমার জীবনে নাই ।
মন খারাপ হওয়ার সূত্রপাত আমার ৩-১ টার্ম এর শুরু থেকে । এই টার্মটা আমার জীবনের এখন পর্যন্ত বাজে টার্ম গুলার মধ্যে অন্যতম । পুরাটা টার্ম জুড়ে ফালতু সব কারনে খুব কাছের কিছু মানুষের সাথে এত মনমালিন্য হইসে যা মনে করলে এখনও হাসি পায় । আমি সরাসরি কারো সাথে ঝগড়া করার মতন মানুষ না কিন্তু এবার এই জিনিসটাও এক দফা হয়ে গেসিল যার জন্য আমি নিজেও লজ্জিত। আমার কিছু ফ্রেন্ড আসে যারা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ।আমি কোনদিনই চাই না তারা আমাকে কোন কারনে কখনই ভূল বুঝুক । কিন্তু এই বার তাও হইসে কয়েক দফা । দোষ আমারই ছিল কিন্তু একটা কথাও সত্য তালি কখনও এক হাতে বাজেনা




এই টার্ম এর সবচেয়ে সুখকর অনুভূতি ছিল জীবনে প্রথম বারের মতন কোন অনুষ্ঠান আয়োজনে সরাসরি অংশ নেওয়া । এবারের "সি এস ই" ডেতে আমাদের ব্যাচ এর অংশগ্রহন ছিল প্রায় ১০০% । সবাই ই কিছু না কিছুতে অংশগ্রহন করেছে। আর এই "সি এস ই " ডে এর মাধ্যমে আমাদের জুনিয়ার ২ ব্যাচ ০৬ এবং ০৭ এর অনেকের সাথে পরিচয় হল। এছাড়া সিনিয়ার দের সাথেও ভাল যোগাযোগ হল কাজ করতে গিয়ে ।এক কথায় ফাটাফাটি একটা "সি এস ই " ডে হল এবার । "কালচারাল নাইট " টা ছিল ডিজুস এর ভাষায় জটিল

এরপর শুরু হল পরীক্ষা । প্রথম পরীক্ষাই হল বাঁশ। পারতাম মোটামোটি সবই কিন্তু সময় বাবাজি করল ঝামেলাটা



আর একটা পরীক্ষা বাকি ডাটা কমিউনিকেশন । কম্পাইলার পরীক্ষার পরের দিন সকালে হঠাৎ চাচীর ফোন , দাদুর শরীর খুবই খারাপ ,সেন্ট্রাল এ নিয়ে গেসে দাদুকে । সংগে সংগে আম্মু,আমি আর ভাইয়া রওনা হলাম । তখন ও কেবিন পাওয়া যায় নাই , দাদুকে ইমার্জেন্সিতে রাখসে ।
কেবিন এ নেওয়ার পরও ডাক্তাররা নির্দিষ্ট করে কিছু বলতে পারতেসেনা। তারপর টেস্ট এর পর ধরা পড়ল দাদুর মাথায় ২ টা টিঊমার এত দিন ধরে কিন্তু দাদু কখনই কোন কিছু বুঝে নাই । দাদু এখনও অনেক অসুস্থ।
এই টার্ম এর ক্লাস শেষ এই ডিসেম্বর মাসে আমি স্যামহোয়ার এ একাউন্টটা খুলি । প্রথম পরিচিত হই ব্লগের পরিবেশ এর সাথে । পরীক্ষার সময় ও পড়তে বসে মনের অজান্তেই ক্লিক পরে যায় স্যামহোয়ার এর লিংক এ নতুন পোস্টগুলো পড়ার জন্য । আমার ভাই আমাকে আজিব আজিব নাম দেয় কয়দিন পর পর , এখন আমার নাম দিসে ও "স্যামহোয়ার ইন "

আমার এই পুরো টার্মটাই গেসে নানা বিপদ আপদ দিয়ে কিন্তু এর পরবর্তী ফলাফল এ আমি সন্তুষ্ট ,আল্লাহ আমার সহায় হইসেন । ২৮ তারিখ থেকে আমার নতুন টার্ম শুরু হইতে যাইতেসে , আশা করি আল্লাহ আমার সহায় থাকবেন ।
সর্বশেষ এডিট : ২৩ শে মার্চ, ২০০৯ রাত ১২:২০