অবশেষে অনেক ঝামেলার পর আজকে মনপুরা দেখতে যাওয়া হল । এর আগে ২ দিন পরিকল্পনা বাতিল হয়েছে । আমার যে বন্ধুর টিকেট কিনার কথা ছিল সে এ নিয়ে ৫ দিন গেল টিকেট কিনতে আর ফেরত দিতে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স এ । ১ম দিন ২৪ তারিখ ২৪ টা টিকেট কিনা হল ২৬ তারিখের ।পুরো টাকাটাই আমার সেই বন্ধু দিল যাকে আমাদের পরে ছবি দেখতে যাওয়ার দিন টাকা ফেরত দেওয়ার কথা।তখন কে জানত ২৫ তারিখ এমন একটা দিন নিয়ে আসবে সবার জন্য যা কারোরই কখনই কাম্য ছিল না। ২৬ তারিখ গিয়ে সব কয়টা টিকেট ফেরত দিয়ে আসা হল ।তখনকার মতন ছবি দেখতে যাওয়ার পরিকল্পনা সম্পূর্ন রুপে বাতিল হয়ে গেল ।
এরপর আবার সবাই মনপুরা দেখতে যাওয়ার পরিকল্পনা করতে লাগলাম ।ঠিক হল ৭ তারিখ সবাই মিলে মনপুরা দেখতে যাব । ৫ তারিখ বুয়েটে সবাই একত্রিত হলাম একটা কাজে । সেদিনই সবার কাছ থেকে টাকা তুললাম টিকেট কিনার জন্য । এবার জনসংখ্যা হ্রাস পেল - ২৪ থেকে ১৪ জন । টাকা সংগ্রহ করে আমার সেই বন্ধু কে দেওয়া হল । ওই দিন ই ওর টিকেট কিনতে
যাওয়ার কথা । কিনতে গিয়ে শোনে ২ দিন আগে টিকেট বিক্রি হয় না । পরের দিনেরটা আগের দিন কিনা যায়। এরপর আবার ৬ তারিখ এ বিকালে গিয়ে দেখে ৭ তারিখ এর সব টিকেট বিক্রি হয়ে গেছে আর ৮ তারিখ এর টিকেট আজকে তারা বেচবে না । আমাদের সবার জন্য টিকেট কিনতে গিয়ে বেচারা মহা মুশকিল এ । এদিক দিয়ে আমি ও নাছোড়বান্দা আমি মনপুরা দেখেই ছাড়ব আর দেখব যখন সবাই মিলেই দেখব । পরের দিন ৭ তারিখ আবার ওর যাইতে হবে। কিন্তু বুয়েট বন্ধের কারণে আমাদের সবারই সকাল হয় ১০/১১ টায় । কিন্তু টিকেট কাউন্টার খুলে ১০ টায় । দেরী করে গেলে ১ম শো ১০:৫০ এর টিকেট পাওয়া যাবে না । আমার দায়িত্ব সকালে ওরে ফোন দিয়ে ঘুম থেকে উঠানো যাতে আমাদের টিকেট কিনা হয় । আমি নিজেই ঘুম থেকে উঠি কখন তারই নাই ঠিক আর আরেকজন কে উঠানে তো দূরের কথা ।
তাও সবাই মিলে মনপুরা দেখবো এই উত্তেজনায় অ্যার্লাম দিয়ে নিজে সকালে উঠে আমার বন্ধুরে কল দিয়া উঠাইলাম ।ও যে আমারে মনে মনে ১০১ টা গালি দিতেসে তাতো বুঝতেসিই । যাক অবশেষ এ ও ফোন দিল ১৪ টা টিকেট পাওয়া গেসে এবং আনন্দের বিষয় আমাদের ১০ জন মেয়ের এক লাইন এই সিট , এতে আমরা আরও মহা খুশি ,সবাই একসাথে বসতে পারব । আমার বসুন্ধরায় পৌছানোর আগ পর্যন্ত মনে হইতেসিল আবার মনে হয় কোন ভেজাল লাগবে আর লাস্ট মিনিট এ ছবি আর দেখা হবে না । যাক শেষ পর্যন্ত হলে ঢুকে সিটে বসে মনে হল না ইনশাল্লাহ এবার আর কোন ভেজাল লাগার চ্যান্স নাই ।
ছবিটা দেখার আগে অনেকের কাছে অনেক কিছু শুনসিলাম ছবিটা সর্ম্পকে । কেউ বলসিল ভাল ,কেউ বলসিল বোরিং , অনেকে তো ভয় দেখাইসিল পুরাটা দেখার বলে ধৈর্য থাকবেনা ।
কিন্তু আমার কাছে খুবই ভাল লেগেছে ছবিটা ।দৃশ্যায়ন , গান সব কিছু এক কথায় চমৎকার। বিশেষ করে সোনাই এর চরিত্রটা। কি সরল একটা চরিত্র। তার উপর করা সব অন্যায় গুলোকে কি সরল ভাবে স্বীকার করে নেয় সে , সব নেগিটিভ কিছুরই একটা পজেটিভ যুক্তি দাড় করায় ।আমি সবসময় "happies ending" এর আশায় থাকি । তাই শেষ অংশটুকু দেখে একটু মন খারাপ লাগসে যখন পরী মারা গেল এবং সোনাই নদীর বুকে নিজেকে সমর্পন করল। গানগুলো সিচুয়েশন এর সাথে একদম মিল রেখেই করা হয়েছে। পরীকে কবর দিতে নিয়ে যাওয়ার সময়ের গানটা "সোনাই হায় হায়রে" অসম্ভব সুন্দর। আর গানের প্রতিটি কথার সাথে সাথে দৃশ্যগুলোও চমৎকার। তারপর "আগে যদি জানতাম রে বন্ধু " গানটা ,ওই টাও এত সুন্দর ভাবে দৃশ্যায়ন করা হইসে। আমিতো আর এত গভীর ভাবে বিশ্লেষণ করতে পারি না , একজন খুবই সাধারণ দর্শক হিসাবে আমার খুবই ভাল লাগসে "মনপুরা "।তাই "মনপুরা " কে অসংখ্য +++++++++++।
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০০৯ রাত ১০:৩১