বিশ্বাস, প্রত্যাশা জরুরী।
বিশ্বাসই জয়ের মূল। কিন্তু প্রেমই শ্রেষ্ঠ।
প্রতিদানহীন ভালবাসা-ই নিষ্কাম প্রেম।
প্রেম চির সহিষ্ণু, মধুর!
প্রেম ঈর্ষা-আত্মগৌরব করেনা।
প্রেমে অশিষ্টাচারণ কিংবা স্বার্থ চেষ্টা নেই।
কিন্তু, সত্যের সঙ্গে আনন্দ করে,
সব কিছুই বহন করে, সকলই বিশ্বাস-প্রত্যাশা করে।
আকৃষ্ট-প্রীতিভাবাপন্নই ভালবাসা।
অনুরাগ-ভালবাসা গাঢ় হলে অধিকার জন্মে, প্রেম হয়।
প্রেম- সন্ধি বা মিলন।
> দুই চিন্তার সাম্য সহমিশ্রণ-ই প্রেম।
> দু’টি মত এক পথ গ্রহন করার নামই প্রেম।
অর্থাৎ- ঐক্যমত, ঐক্যপথই ‘প্রেম’।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:৩২