ইন্টারনেটে ঘেটে সিম্বিয়ান অপারেটিং এর ttf font পরিবর্তন করার উপায় দেখতে পেয়ে আমি নিম্নের উপায়ে চেষ্টা করেছি। অনেকেই নাকি তা পেরেছে। বাংলা সেট করার জন্য আমি যা করেছি তা হল :
ক) মোবাইলে Y-Browser ইনস্টল করে তা সেটের z:resourceFonts যেয়ে
s60snr.ttf
s60ssb.ttf
s60tsb.ttf এবং
S60ZDIGI.ttf এই ৪টি ফন্ট পাই।
খ) পরবর্তীতে একটি বাংলা ইউনিকোড SolaimanLipi_20-04-07 এর ৪টি কপি করে উপরোক্ত ৪টি নাম দেই এবং তা Fonts নামক ফোন্ডার তৈরী তাতে ৪টি ফন্ট পেস্ট করে রাখি। এবার ফোন হতে মেমোরী কার্ড বের করে তাতে resource ফোন্ডার এর উপর Fonts ফোন্ডারটি পেস্ট করি। আগেই মোবাইলে Unicode UTF-8 সেট করেছি যাতে ইউনিকোড ভিত্তিক ফন্ট মোবাইলে দেখা যায়। এবার মেমোরী কার্ডটি মোবাইলে লাগানোর পর সেট অন করি।
এখন আমার সমস্যা হল বাংলা আসছে না এবং Y-Browser দিয়ে সেটের মেমোরী কার্ডে গেলে S60SNR.TTF S60SSB.TTF S60TSB.TTF এবং S60ZDIGI.TTF বড় অক্ষরে শো করে। এ বিষয়ে এক্সপার্টদের সাহায্য কামনা করছি।
এখানে উল্লেখ্য যে, অপেরা মিনিতে about:config বা opera:config দ্বারা অপশন চেঞ্জ করে বাংলা দেখার বুদ্ধি অনেকেই দিয়ে থাকে। তবে তা কাজের নয়। এতে প্রচুর ডাটা ইউজ হয়। যেমন ধরেন যেটা ২০ কি.বা. লাগে সেখানে লাগবে ২০০ কি.বা.। তাই এটা আসল সমস্যার সমাধান নয়।
আমি মনে করি বিষয়টি সমাধান হলে অনেকেরই উপকার হবে।