পাজলঃ বক্সের ভিতরে ৪ জোড়া সংখ্যাকে একটি আরেকটির সাথে জুড়ে দিন কোনটার সাথে ক্রস না করে।
মতিঝিল থেকে মিরপুর। স্টাফ বাসে অফিস থেকে বাসা পর্যন্ত আসতে পৌনে দুই ঘন্টা থেকে দুই ঘন্টা একটা প্রাত্যহিক ঘটনা। বাসে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়, কথাবার্তা হয় এবং এভাবেই গন্তব্যে পৌছে যাই।যাই হোক সেদিন কথাবার্তার মধ্যে আমাকে এক কলিগ কাগজে ৪ জোড়া সংখ্যা একটি স্কয়ারের মধ্যে লিখে বলল, পারলে এটা... বাকিটুকু পড়ুন
