আমাদের দেশীয় প্রবচণ- মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কথাটি দ্বারা ব্যাক্তির সীমাবদ্ধতার প্রতিরূপ ফুটে উঠে। আরো বিশ্লেষণ করে বলছি- ব্যক্তির ওজনের চেয়ে কথার ওজন যদি বেশী হয় তখনই এই প্রবচনের সঠিক ব্যবহার হয়।
সামহো ব্লগের টাইটেলে লেখা আছে- বিশ্বের বৃহত্তম বাংলা ব্লগ সাইট। কথাটি ১০০% সত্য। কারন সামহো ব্লগই চল্লিশ হাজার ব্লগারের পদচারনা সমৃদ্ধ একমাত্র বাংলা ব্লগ সাইট। এখানে প্রতি মুহর্ত্তে নতুন নতুন পোষ্ট, নতুন নতুন কমেন্ট এবং নতুন নতুন ব্লগ তৈরী হচ্ছে। সমসাময়িক ঘটনাবলী ও রাজনীতি বিষয়ক পোষ্ট ও মন্তব্যের মারপ্যাচে মাঝে মাঝে এই ব্লগ সাইটটি আন্দোলনের আখড়া হিসেবে বিবেচিত হয় আমার কাছে। তবে আমার মনে হয়- চল্লিশ হাজার ব্লগারের মাঝে নিজের অবস্থান জানান দিতেই এই ফালতু ক্যাচাল সৃষ্টি করা হয়। সস্তা জনপ্রিয়তা বলতে যা বোঝায়! মনে হয়-কি লাভ হচ্ছে এই ক্যাচাঁল করে?
তবে আর কিছু না হোক- “বাঁধভাঙ্গার আওয়াজ” কথার স্বার্থকতা ফুটে উঠে নির্ভেজালভাবে। আমরা বাঁধ ভাঙ্গার আওয়াজ শুনছি প্রতি মুহর্তে কিন্তু বাঁধ ভাঙ্গতে দেখিনা। একেকজন ব্লগীয় মুক্তিযোদ্ধার পোষ্ট আর কমেন্ট-যেন আওয়াজে পাকিস্তান। আবার ডিজিটাল রাজাকারদের আস্ফালন যেন- দিল্লীকা লাড্ডু। এসব দেখে আমাদের ধৈর্য্যেরে বাঁধ ভেঙ্গে যায়। আবার আশায় বুক বেঁধে দাঁড়াই যখন দেখি আর্তমানবতার পাশে দাঁড়ানোর আহবান সংবলিত পোষ্ট ও জাতীয় জনগুরুত্বপূর্ন পোষ্ট ষ্টিকি করা হয়। কোন ব্লগার সফল হলে অথবা কোন ইস্যুতে সকল ব্লগার একতাবদ্ধ হতে দেখলে আনন্দ পাই। এটাই তো চাই! আমরা ব্লগীয় মুক্তিযোদ্ধা, রাজাকার চাইনা-আমরা পরিবর্তন চাই।
চলবে.......
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১০ রাত ৮:৪৯