ছবি-নেট:
বাংলাদেশের রাজনীতিতে এখন হট টপিক হচ্ছে বিএনপি আর জামায়াত!! ফেসবুকে তাদের ফাউল পোস্ট আর মিথ্যা তথ্যে ছেয়ে আছে। আমি ব্লগারদের কাছে যদি প্রশ্ন করি- গণতন্ত্রের ভিত্তি হচ্ছে ভোট, সেই ভোটের রাজনীতিতে কি বিএনপির সাথে জামায়াতের তুলনা চলে? আমি নিশ্চিত আপনারা বলবেন- না, কারণ জামায়াত সাংগঠনিক দিক থেকে বিএনপির সম পর্যায়ে কিন্তু ভোট ব্যাংক? অনেক পিছিয়ে।
যে দুইটি নির্বাচন দলগুলো এককভাবে করেছে যেগুলো যদি তাহলে জামায়াত ১৯৯১ সালে ১২%+ (১৮ আসন) কাছাকাছি, ১৯৯৬ সালে ৮.৫%+ (৩ আসন )কাছাকাছি। এখন কত শতাংশ হতে পারে? আমার ধারণ ১৫-১৭%, আপনার ভিন্ন মত থাকতেই পারে। তাহলে বিএনপি কেন জামায়াত ইস্যু নিয়ে এত হাউকাউ?
আসুন কিছু কারণ খুঁজি-
জামায়াত নিয়ে বিএনপির প্রধানত মাথা ব্যাথার কারণ হচ্ছে জামায়াত ইসলামী দলগুলো নিয়ে একটি রাজনৈতিক প্লার্টফর্ম তৈরি করতে চাচ্ছে এবং তা অনেকটা এগিয়ে গেছে, (বিএনপির সেই সব দলের সাথে যোগাযোগ আলাপ বৈঠক সেটা আরো দৃঢ় হয়) জোট যদি হয়ে যায় তখন ভোটের হিসার প্রায় ২৫%+ দাঁড়াবে!! তখন বাংলাদেশের রাজনীতিতে বিশাল একটা পরিবর্তন আসবে (সেটা ভাল হবে কি মন্দ হবে তা আলোচনায় আনছি না) আপনি ধর্মীয় দলগুলোকে যেভাবে দেখেন না কেন তারা একটা বিষয় বিএনপির চেয়ে সবচেয়ে এগিয়ে থাকবে তাহলে দখল, চাঁদাবাজি এই সব তারা অনেক কম করবে অনেক ক্ষেত্রে তা শূণ্য হবে। এই সব বিএনপির জন্য খুব সুখকর হবে না ভবিষ্যতের জন্য অনেক চ্যলেন্জ আসবে পদে পদে।
ইসলামি দলগুলোর যখনই ভোট এক বাক্সে আসবে তখন সুইং ভোটারদের একটা অংশ তাদের ভোট দিবে কারণ বিএনপির অতীত তাদের কাছে অতটা ভাল নয়, মন্দের ভাল হিসাবে অনেকে বিএনপিকে বেছে নিতো।
বিএনপি মনে হয় চেষ্টা করছে যাতে জোট না হয় এই জন্য হয়তো কিছু ইসলামি দল একটা ভাল প্রস্তাবও পাচ্ছে, দেখা যাক কি হয় সামনে।
আমার চারিদিকের একটা গল্প দিয়ে লেখাটা শেষ করি, আমি ব্লগে থাকি, বই চেয়েচিন্তে পড়ি এটা কাছের সবাই জানে তাদের ধারণা আমি অনেক কিছু খোঁজখবর রাখি কিন্তু আমি তো জানি আমার দেীঁড় কতদূর!! তাদের এখন কমন প্রশ্ন জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে কি হতে পারে দেশে? আমি যে যেমন তাকে তেমন উত্তর দিয়ে দেই। আসলে জামায়াত ক্ষমতায় আসলে কি হতে পারে? আপনার ধারণা কি? বাংলাদেশ আবার পূর্ব পাকিস্থান হয়ে যাবে?
একজনকে একটু মজা করে বলেছিলাম- জামায়াত ক্ষমতায় আসলে সবচেয়ে আলোচিত যেটা হতে পারে তা হল- পাকিস্থানের সাথে সামরিক চুক্তি হতে পারে অনেকটা ন্যাটো স্টাইলে, এমনকি কিছু ফটাস বোম ভারতকে ভয় দেখাতে এখানে আনতে পারে? সে বলল-সত্যিই!! আমি বললাম- হতে পারে!! হাসি হাসি মুখে বলল- তাহলে তো ভাল হয়, ভারত তখন আর বেশি লাফাবে না!! আমি বললাম- এর বিপরীত কিন্তু অনেক সমস্যা সামনে এসে দাঁড়াবে!! মুখ কালো করে বলল- কি সমস্যা? বললাম- আর একদিন বলবো।
চীন আর পাকিস্থান খুব করে চাচ্ছে এই সরকারের আমলেই একটা চুক্তি হোক, যে চুক্তির মাধ্যমে ভারতের কাছে আর বাংলাদেশ ঘেষবে না আমার ধারণা সেদিকেই যাচ্ছে, অনেকগুলো হিসাব তাই বলে।
লেখাটি আমার সল্প জানা থেকে লেখা অতএব ভুল হওয়ার সম্ভবনা ১০০%।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৪৪