আমি পাপোশ থেকে বিছানা পর্যন্ত সাজিয়েছি
শুধু তোমার জন্য
আহা রঙ, রঙের বিন্যাস তোমার প্রতিক্ষায়;
সব একে একে মিশে যায় ধূলোয়
মুছে যায় আসন্ন সুখের বুনন, রঙের হেঁয়ালি
তবুও, মুঠি মুঠি ধূলো নিই হাতে
ধূলো সাজাই
যদি ধূলো থেকে কিছু হয়।
ইটপাথরের ঘর, ঘর থেকে উঠোন সব বানিয়েছি
শুধু তোমার জন্য
আর প্রশস্ত জানালা-দরজা, দখিন বারান্দায়
আমার স্বপ্ন ভেঙে পড়ে সামান্য হাওয়া, পড়ে রয় ধূলো;
তবুও, দু’হাত দিয়ে ধূলো ছানি, খুঁজি হারানো প্রাসাদ
ধূলোই সাজাই
যদি ধূলো থেকে কিছু হয়।