সাইবর্গের চোখে পানি
থাকে না কখনো;
০১০ক০৯ সাইবর্গ
পৃথিবীর নিরাপত্তা নিশ্চিত করে,
হেঁটে যাচ্ছে, তার নিজস্ব মনোলিথিক পথে
এবার নিঃশেষ হওয়ার পালা।
০১০ক০৯-তার নিম্নস্তরের বুদ্ধিমত্তা দিয়ে
বোঝে না মানুষের ভালবাসা,
শতসহস্র মানুষের অভিবাদন
উপেক্ষা করে, হেঁটে চলে একমাত্র গন্তব্য-বেগুনি সাগর
সেখানে অপেমাণ এক জলপরী।
হঠাৎ সাইবর্গ আনমনা হয়,
কিছু এলোমেলো সংকেত হৃদযন্ত্রে আঘাত করে
এতো মানুষের হৃদয়ের তাপ!
সাইবর্গ বোঝে না ভালবাসা
বোঝে না পিছু টান,
কিছু এলোমেলো সংকেত বয়ে, চলে
গন্তব্য-বেগুনি সাগর।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১:৪০