সেতুটি তেমনি আছে
অনেক দিন পর, আবারো এখানে
সুদূরের কোলাহল, বন্ধন
কবেই তো ছিঁড়ে ফেলেছি বন্ধন!
একা নিঃসঙ্গ আমি এখানে কেন?
সেই ছোট্ট কাঠ বাদাম গাছ
বিপুল ছাতার মতো দাঁড়িয়ে এখন,
এপাশে আমি, ওপাশে ছেলেদের দল
নিঃসঙ্গ একা বসে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি
খুঁজি তাদেরই একটি মুখ, একজোড়া চোখ
যে আমারই মতো একদিন ফিরবে এখানে।
পাহাড়ি পানির ধারা-মৃদুগুঞ্জন
আহা চারাগাছ আমার, এখন প্রাপ্ত বয়স্ক সবে
শেকড় গজিয়েছে অনেক দূর
সান্তনা সব হারালেও গাছেরা আছে
ওরা নিশ্চয় চিনেছে আমায়।
ছেলেদের দল দেখে-ভাবি
কেন সেতুতেই সবাই জমাট বাঁধে? সারাদেশে
কেন কেউ কেউ বহু দিন পর
সেতুতেই ফিরে আসে?
কবেই তো ছিঁড়ে ফেলেছি বন্ধন।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৩ রাত ১২:২৩