কেন ফিরিয়ে নেবে আলো, হাসি মুখ
অপেক্ষমাণ দু’ুট চোখ?
আমি অপেক্ষা করেছি সহস্র বছরের দীর্ঘশ্বাস বয়ে
অনেক মেঘের পর সূর্য আছে জেনে,
হেঁটে গেছি পথ থেকে পথে
যে আলোয় মুখ দেখে জেনেছি জীবন অমূল্য
তবে কেন কেড়ে নেবে?
কেন কেড়ে নেবে এই দুর্লভ, সহজ আনন্দ।
ছেড়ে যাবে তাই চলে যাব!
অনন্ত মহাবিশ্বের নিগূঢ় গভীরে
তাই কি হয়?
ছেড়ে যায় ফের আসবে বলে
জন্মান্ধ এই বোধে
অবিরাম, অবিরাম আমি হেঁটে,
আসন্ন বৃষ্টির পর সূর্যকে খুঁজে যাব।