দুঃখের সবগুলো ঘন্টা আজ বেজেছে একসাথে
তুলে নাও তোমাদের সপ্রশংস হাসি
আর যা কিছু দিয়েছ, এই যেমন ফুলমাল্য
হীরের আংটি,
আমার এ সবে কোন সাধ নেই, বাঁধ নেই
জোয়ারের জলে যদি ভেসে যায় আটকাবার
যে সময় চলে গেছে তাকে ফেরাবার
কোন পথ নেই; যেমন পথ নেই মুখের
বলিরেখা মুছবার
সরাও এ আলোকোজ্জ্বল আয়োজন
একটু অন্ধকার চাই, আরও একটু বাঁচতে চাই।