=======আগামী ১৪ই ফেব্রুয়ারিকে ‘কালো দিবস’ ঘোষণা======= ========করে দেশে ১৪৪ ধারা জারি করার জন্য রাষ্ট্রপতির ====
=============প্রতি একটি অনুরোধ পত্র================
হে জাতির কর্ণধার,
বছরের বাকি ৩৬৪ দিন এক রকম হলেও ১৪ই ফেব্রুয়ারি সম্পূর্ণ অন্যরকম। অনেকের কাছে এই দিন ‘আজ ঈদ, বাংলার ঘরে ঘরে আনন্দ’ এর মত ব্যাপার। অথচ বিরাট একটা অংশের কাছে এটি নিতান্ত ‘হাহাকার দিবস’। সারাবছর নিজেদেরকে কোনভাবে সান্ত্বনা দিয়ে গেলেও কোলেস্টেরল কিংবা প্রেসারের সমস্যা ছাড়াই এদিন বুকে চিনচিন ব্যাথা অনুভূত হয় এদের। অথচ এরা এদেশের'ই জনগন। কিন্তু চিকিৎসার মত একটি মৌলিক অধিকার থেকে বঞ্ছিত তারা।
হে নিপীড়িত জনতার ভরসা,
‘সম্পদের অসম বন্টন’ আগে শুধুমাত্র অর্থনীতির জন্য প্রযোজ্য ছিল। কিন্তু অপু যেদিন বলেছিল “সে আমার সম্পত্তি নয়, সে আমার সম্পদ” সেদিন হতে এটি অনেক কিছুর জন্য সত্য। দেশের মুষ্টিমেয় কিছু লোক হেসেখেলে বিলাসী জীবন যাপন করছে। অথচ বিশাল একটি অংশের মন দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এমন বৈষম্য জনগণের মনে তীব্র হতাশা এবং ক্ষোভের জন্ম দিচ্ছে। এ বঞ্চনা একসময় বিদ্রোহ আকারে ছড়িয়ে পড়লে তা হবে গনতন্ত্রের অগ্রযাত্রায় বিরাট বাধা।
হে মাননীয় সুবিবেচক
দেশের মুষ্টিমেয় কিছু মানুষ যখন পার্কে, রেস্টুরেন্টে খুঁটি গেঁড়ে বসে থাকে তখন সমাজের আরেক অংশের জীবন যেন উদ্দেশ্যহীন ছুটে চলা ‘টেম্পল রান’। রাস্তা দুর্গম, সেতু ভাঙা, গন্তব্য অনিশ্চিত, পথ নিঃসঙ্গ। অথচ সবসময় দৌড়ের উপর। দৌড়ের মাঝখানে একটু জিরিয়ে নেওয়ার সুযোগ নেই, কেউ ঘাম মুছে দেয় না, এগিয়ে দেয়না এক গ্লাস পানি। তাই প্রতিবছর ১৪ই ফেব্রুয়ারি আসে এত্তোগুলো উপহাস নিয়ে। নিপীড়িত জনতার প্রতি এমন আচরণ মানবতাবিরোধী অপরাধের মতই ঘৃণ্যকর।
হে মানবতার প্রতিমূর্তি
দেশের একাংশের মোবাইলের ইনবক্স যখন কোন মন্ত্রীর বউয়ের ব্যাংক একাউন্টের মত ফুলে ফেঁপে উপচে পড়ে তখন অন্য অংশের ইনবক্স ভর্তি থাকে ‘রিংটোন সেটিংস’ আর ‘মজার জোকস শুনতে ডায়াল করুন ২২২ নাম্বার’ মেসেজে। একটি স্বাধীন দেশে যাদের একটি সংবিধান রয়েছে সেখানে এমন বৈষম্য কি সুস্পষ্ট সাংবিধানিক লঙ্ঘনের মধ্যে পড়ে না?
হে রাষ্ট্রের অভিভাবক,
একটি সাম্যবাদী সমাজের স্বপ্ন দেখেছিল জনগন। অথচ সর্বক্ষেত্রে আজ অনিয়ম, বৈষম্য, বঞ্চনা, শোষণ। এখন’ই সময় এসব অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার। তাই আপনার কাছে আকুল অনুরোধ আপনি ১৪ই ফেব্রুয়ারিরকে ‘কালো দিবস’ ঘোষণা করুন।
হে সাম্যবাদীর প্রতীক,
ঐদিন অবাধ চলাচল নিষিদ্ধ করে দেশব্যাপী ১৪৪ ধারা জারি করুন। রাস্তায় যে কাউকে দেখামাত্র টিয়ারশেল, গরম পানি, লাঠিপেঠা করে আধমরা করে ফেলার জন্য পুলিশকে নির্দেশ দিন। পারলে ফেব্রুয়ারির ১৪ তারিখকে ক্যালেন্ডার থেকে মুছে ফেলার অদেশ জারি করুন। ৩০ তারিখ তো খালি আছেই।
অনুরোধক্রমে
নিখিল বাংলা ১৪ই ফেব্রুয়ারি প্রতিরোধ কমিটি।
*** একটা রম্য ম্যাগাজিনের জন্য গত বছর লেখা। সম্পাদক সাহেবের জিএফ আছে, সিঙ্গেলদের কষ্ট উনি বোঝেন নাই। তাই ছাপানও নাই।


