
আর কতটুকু পথ বাকি!!!!!!!!
তীর আর তোরণ দেখব বলে চোখদুটো মেলে রাখি
ভোরের আলোর হা্তের উপর আমার হাতটি রেখে
পাহাড় চূড়ার মেঘের দলে মুখ লুকিয়ে রাখি
আর কতটুকু পথ বাকি!!!!!!!
এক সমুদ্র পথ পর ছিল
এক চিলতে ডাঙা
একটি শুভ্র গাংচিল
নিষ্পাপ ডানা রাহুর গ্রাসে
নিঃশূন্য পানে উঁকি
আর কতটুকু পথ বাকি!!!!!!
আলো আঁধারে দগ্ধ সময়
সন্ন্যাস স্রোতে মত্ত
বিনাশী ঢেউয়ের দাপট সয়ে
ধ্রুপদী ঝড়ের আঘাত শেষে
ডালভাঙা এক বালুকাভেলায়
কারুকাজ আঁকাআঁকি।
আরো অনেকটা পথ বাকি!!!!!!
কোন ভাবনায় খুন করেছি সকাল দুপুর রাত।।
শুভ্র বালির সৈকতে...এলোমেলো বাতাসে
কক্সবাজার থেকে ফিরলাম মাত্র।
মারমেইড ক্যাফের নির্জনতা আর রুপোলি জ্যোৎস্নার ঘোর এখনো চোখমুখে।
ছবিটির জন্য বন্ধুবর লুইস তপনের প্রতি কৃতজ্ঞতা।
চিয়ার্স।