আচ্ছা যদি অন্ধকারের ঘুম ভেঙ্গে যায়
গহীন কোন রাতের কালোয়
আকাশ কি তোর সাধ জাগে না
ঘুমিয়ে যেতে ভোরের আলোয়।
ঘুমগুলো সব সওয়ার হয়ে
মধ্যরাতের দিনদুপূরে আমার চোখে
চোখের তারায়।।
আচ্ছা যদি মেঘগুলো সব নাই হয়ে যায়
শরৎ কিংবা শ্রাবণ দিনে
বন্ধু কি তোর সাধ্য হবে-
সিক্ত হতে আমায় বিনে।
তুই জল হয়ে যা, সবুজ হয়েই আছি
পাতায়-জলে মাখামাখি।
ক্ষুদ্র কিছু কষ্ট নিয়ে
দলে দলে শিশির ঝরে
অচিন ভোরে....ঘাসের পরে।
বন্ধু শিশির, ভালবাসার বাষ্প হয়ে
ঐ কিশোরীর অধর ছুঁয়ে
গড়িয়ে পড়িস নিত্য প্রহর।।
তুই ঘাস হয়ে যা, ফড়িং হয়েই আছি
ঘাসফড়িঙে মাখামাখি।
অ.ট.- আজ কাল পরশু করে অনেক কালক্ষেপনের পর অবশেষে পোস্ট দিলাম। আরো হয়ত বিলম্ব হত, কিন্তু প্রিয় ব্লগারের ইচ্ছা পূরণের তাগিদে নো মোর লেইট।
লেইট ইজ বেটার দেন নেবার।
উৎসর্গ প্রিয় ব্লগার মাহী ফ্লোরা 'কে।