স্তব্দতার আলোকে সময় অন্ধ,বধির,গতিয়ান
সেই সময়ের রেলগাড়িতে আমরা মঞ্চস্থ অভিনেতা
সে দেখে না,সে শুনে না,সে চলে অনন্তের পথে
এর মাঝে আমাদের হাঁসি,কান্না,আর না পাওয়া শত সুখ
যা বেদনার কালিতে লেখা,শত শত ভাঙ্গা বুক
সুখহীন সুখের অসুখে উড়ে চলে মনের পাখি
সে বুঝে না,সে জানে না,সে বুঝতে চায় না
এ জীবন তরী ভাসায়েছি,শুধু তার লাগি।