ডিসক্লেইমার: এটা অনুবাদ পোস্ট...... (ইংরেজীতে লিখা মূল পোস্ট ফেসবুকে)
রজনীকান্তের নাম বোধহয় অনেকেই শুনেছেন। যারা এই চিজকে চেনেন তারা তো জানেনই, যারা জানেন না তাদের জন্যে বলি: রজনীকান্ত হল কিংবদন্তী সাউথ ইন্ডিয়ান ফিল্ম অভিনেতা....... এর সিনেমায় এমন সব ঘটনা ঘটে যা আইজ্যাক আজিমভের মত খ্যাতনামা সায়েন্স ফিকশন রাইটারের মাথাতেও আসবে কিনা সন্দেহ, রজনীকান্তের সিনেমার ঘটনাবলীর পাশে আজিমভ "খ্যাত"নামা নন, বরং "ক্ষ্যাত"নামা হয়ে যাবেন..... আসুন এক এক করে রজনীকান্ত কি করে সেগুলো জানা যাক:
■ পেঁয়াজ কাঁটতে যেয়ে চোখে পানি এসেছে ??? রজনীকান্ত সেই পেঁয়াজকে কাঁদাতে পারেন
■ রজনীকান্ত কম্পিউটারের রিসাইকেল বিন ডিলিট করতে পারেন
■ টেলিফোনের তার গলায় পেঁচিয়ে মেরে ফেলার ঘটনা দেখেছেন তো ??? রজনীকান্ত কর্ডলেস টেলিফোন দিয়েই এই কাজ করতে পারেন
■ রজনীকান্ত যেকোন মাছকে পানিতে চুবাতে পারেন
■ রজনীকান্ত কোন রুমে প্রবেশ করলে রুমের সব লাইট জ্বলে ওঠে..... এটাকে অটোমেটিক ব্যাপার ভাববেন না, ব্যাপার হল অন্ধকার রজনীকান্ত এর ভয়ে পালিয়ে যায়
■ একবার একটি গোখরা সাপ রজনীকান এর পায়ে কামড় দিয়েছিলো.... ৫ দিন অবর্ণনীয় কষ্ট ভোগ করার পরে সেই গোখরাটা মারা যায়
■ গ্লোবাল ওয়ার্মিং বলে কিছু নেই..... রজনীকান্ত এর ঠান্ডা লাগছিলো তাই সে সূর্যটাকে গরম করে নিয়েছে
■ প্রত্যেক সফল পুরুষের পিছনে একজন নারী রয়েছেন..... সকল মৃত ব্যক্তির মৃত্যুর পেছনে রয়েছেন: রজনীকান্ত
■ The square root of Rajanikanth is pain. Do not try to square Rajanikanth, the result is death.
■ পাই( ) এর শেষ ডিজিটটি হল রজনীকান্ত কারণ সবকিছুর শেষ হল রজনীকান্ত
■ রজনীকান্তের ক্যালেন্ডারে ৩১শে মার্চের পরের তারিখ ২রা এপ্রিল। কারণ: কেউ রজনীকান্তকে বোকা বানাতে পারবে না
■ রজনীকান্ত একটি পাখি দিয়ে ২টি পাথরকে হত্যা করতে পারেন
■ রজনীকান্ত ১-২-৩-.....-অসীম পর্যন্ত গুণে দেখিয়েছেন: তাও একবার নয়, ২বার
■ রজনীকান্ত কোন আয়নার সামনে দাঁড়ালে আয়না ভেঙ্গে যায়, কারণ কোন কিছুরই ক্ষমতা নাই রজনীকান্ত ও রজনীকান্তের সামনে দাঁড়ায়
■ নিউটনের ৩য় সূত্র মিথ্যা.... কারণ সবকিছুরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকার কথা বলা হলেও রজনীকান্তের ঘুষির বিপরীতে কিছু নেই
■ Rajnikant is responsible for China's over-population. He was shooting in Beijing and all women within 1,000 miles became pregnant instantly
■ রজনীকান্ত পুশ-আপ দেয়ার সময় উপরে-নিচে উঠেন না, বরং পৃথিবী নিজে কিছুটা উপর-নিচ হয়ে তাকে পুশ-আপ করায়
এবার আরো কিছু রজনীকান্ত ঘটনা:
■ সামনে ভিলেন ২জন, রজনীকান্তের হাতে পিস্তল এবং সেখানে গুলি মাত্র ১টা...... এখন কি হবে ???
- সে পকেট থেকে একটা ব্লেড বের করলো, ছুড়ে মারলো ভিলেনদের দিকে... এরপর গুলি করলো সেই বুলেট বরাবর.... গুলিটা সেট ব্লেডে লেগে ২ভাগ হয়ে ২ভিলেনকে গুলিবিদ্ধ করলো..... ঢিচ্চাও ( পড়েন: সুবহানআল্লাহ)
■ রজনীকান্তকে ভিলেন ধাওয়া করছে, রজনীকান্তের কাছে কোন গুলি নেই..... এখন কি হবে ???
- রজনীকান্ত ওয়েট করলো ভিলেনটার গুলি করার জন্যে, ভিলেন গুলি করলো। রজনীকান্ত তার পিস্তল বের করলো, বুলেট কেস ওপেন করলো এবং ভিলেনের ছোড়া গুলিটা নিজের বুলেট কেসে লোড করে নিলো...... এরপরেই ঢিচ্চাও করে গুলি করে মারলো সেই ভিলেনকেই ( ওয়াহ, হোয়াট এ শট)
■ রজনীকান্ত দেয়ালের এপাশে দাঁড়িয়ে আছে এবং ভিলেন দেয়ালের অপর পাঁশ দিয়ে পালিয়ে যাচ্ছে। দেয়ালটা এতই বড় যে রজনীকান্ত পার হচ্ছে না। কি হবে এখন ???
- রজনীকান্ত পকেট থেকে ২টা পিস্তল বের করলো, একটা আকাশে উপরে ছুড়ে মারলো এবং আরেকটা পিস্তল দিয়ে সেই পিস্তলের ট্রিগারে গুলি করলো। এরফলে আকাশে ছুড়ে মারা পিস্তলটার গুলি ভিলেনকে যেয়ে লাগলো..... (পড়েন: ইন্নালিল্লাহ)
■ রজনীকান্ত বাইকে করে যাচ্ছে, হঠাৎ তার পিছনে এক ভিলেন উঠে বসে পড়লো। কি হবে এখন ???
- রজনীকান্ত পকেট থেকে পিস্তল বার করলো এবং সামনে গুলি করলো (!!!)..... এরপর বাইকটা চরম স্পিডে চালিয়ে গুলিটার সামনে চলে গেলো এবং বাইক উল্টো ঘুরিয়ে নিলো (মানে এখন রজনীকান্ত সবার সামনে, তার পিছনে ভিলেন, তার পিছনে গুলিটা)...... এরপর সে বাইকটাকে গুলি বরাবর অ্যালাইন করলো এবং গুলিটা এসে ভিলেনকে লাগলো ( পড়েন: আলহামদুলিল্লাহ)
************************************
আজ এ পর্যন্তই....... পরে আবার হয়তো এই বান্দার আরো কিছু ঘটনা লিখা হবে