ঝড় ওঠেছে ঝড়
মাথার উপর,
আছড়ে পড়ে ঢেউ সাগর তীরে বালুচরে
বৃক্ষরা নূয়ে পড়ে সবাই যেন ভয়ে জড়সড়।
ঝড় আসছে তেড়ে আতঙ্ক ছড়িয়ে
দুশ্চিন্তা করে ভর মাথার উপর।
দশ নম্বর বিপদ সংকেত সেন্টমার্টিনে
গোটা দেশ আতঙ্কে আছে
মোখা আসছে তাই
সবাই মিলে মোকাবেলা করতে হবে
মহান স্রষ্টার অপার কৃপায়।
এতো আর নতুন কিছু নয়
তারা শুধু ধ্বংস ডেকে আনে
তবুও মোদের সাহস আছে ঘুরে দাঁড়ানোর
আছে সুদৃঢ় প্রত্যয়।