বিদায় লগন এলো আজি নীপবনে
চিরবিদায় নয় জানি এ বিদায়
ক্ষনিকের।তবু ব্যথা অবুঝমনে
জন্মেছে অশ্রুনদী চোখে—দারুণ মায়ায়।
আসব ফিরে তোমাদের হাসি খেলায়
আবারো ডাকবে পাখি —কুসুম কাননে
হয়ত পারবোনা মিশে যেতে —অলস বেলায়
তবু আসবো ফিরে চিরসুবজে —বনে।
সারাদিন পরে পাখিরা যেমন ফিরে
নিজের বাসায় —যেন সুখের আবেশে
ছোট্ট সে বাসা —চিরচেনা পরিবেশে
যেখানে ক্লান্তিরা মিটে— ভালবাসা ঘিরে
নীড় চাই ছোট্ট পাখির বাসার মত
যাতে সুখ সুখ খেলা চলে অবিরত।