ছবি-নিজস্ব এলবাম।
এভাবে হতে পারে না কভু
জীবণী শক্তির সবটুকুই কেড়ে নেয় যদি প্রভু
বিনিময়ে বেঁচে থাকা হয় শুধু;
সামান্য আহার্য মাথার উপর নড়বড়ে ছামিয়ানা
অথই পাথার অথৈ ক্লেশের নিষ্ঠুর ছলনা;
পোকামাকড়ের জীবন মরে গেলেই সব শেষ,
মুছে ফেলে সব কস্ট ক্লেশ;
এভাবে দাসত্বের জীবন আর কতকাল?
ওঠবে না কভু নতুন সূর্য ! আসবে না কভু নতুন সকাল !
দিনে দিনে শুধু বাড়ছে দেনা
সে জীবনের ঋণ কভু শোধ হবে কিনা?
তারাও মানুষ আবেগ অনুভূতি ভালবাসার সবটুকু আছে ,
সাধ আছে স্বপ্ন আছে সুখসঙ্গমের বাসনা আছে;
তারপরও সে জীবন শুধুই বিড়ম্বণায়
বঞ্চনারা যায় খেলে যায়,
কি অকরুন নিঠুর খেলায় ।
জাগতে হবে তাই জাগতে হবে আজ,
ঝেড়ে ফেলে সব ভীরুতা জড়তা লাজ;
কর বজ্রমুষ্ঠি! তোল তোমাদের শক্ত দক্ষিণ হাত;
বার বার বল জোড়ছে বল দানো বজ্রপাত!!
সুতীব্র চিৎকারে বল অধিকার চাই .
এই ভূবনে মানবের মত উন্নত শিরে বাঁচিবারে চাই ।
এ আমার অধিকার
মানুষের মত জীবন নিয়ে পেয়ে সব মানবধিকার ।
...........................................................
সুপ্রিয় ব্লগার এরিস কর্তৃক অনুপ্রাণিত হয়ে ভিন্ন বিষয়বস্তুর উপর লিখা কবিতা। উৎসর্গ:- মেহনতি শ্রমজীবি মানুষ।
সর্বশেষ এডিট : ১৩ ই মে, ২০১৩ বিকাল ৪:১৬