somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শেয়ারবাজারে ৯৬ সালের পুনরাবৃত্তি ঘটবে না: ব্যর্থমন্ত্রী

১০ ই জানুয়ারি, ২০১১ সকাল ৯:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জিবাজারে ১৯৯৬ সালের ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা নেই বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। রোববার সন্ধ্যায় সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, দেশের শেয়ারবাজারের ব্যপ্তি অনেক বেড়েছে। বর্তমানে এখানে প্রায় ৩৩ লাখ বিনিয়োগকারী রয়েছে। খুব সহজেই এখানে ধস নামানো যাবে না। তবে দেশের শেয়ারবাজারকে স্থিতিশীল ও টেকসই করতে হলে বিনিয়োগকারীদের আরও ধৈর্যশীল হতে হবে। সাধারণ বিনিয়োগকারীদের আশ্বস্ত করে তিনি বলেন, সরকার তাদের সঙ্গে আছে। তারা যাতে টিকে থাকতে পারে, অবশ্যই সে ধরনের পদক্ষেপ নেয়া হবে।
অর্থমন্ত্রী বলেন, শেয়ারের দর যখন বাড়ে, তখন কেউ মিষ্টি বিতরণ করে না। কিন্তু দাম কমলেই রাস্তায় নেমে ভাঙচুর করা হয়। গত কয়েক দিনে যেভাবে ভাঙচুর করা হয়েছে- তা স্বাভাবিকতার সীমা ছাড়িয়ে গেছে। সরকার এ ধরনের আচরণ সহ্য করবে না।
শেয়ারবাজারে অস্থিতিশীলতার পেছনে কিছু প্রতিষ্ঠানের কারসাজি যুক্ত রয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, কিছু লোক ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। নিজেদের স্বার্থে বাজারে ভীতি ছড়ায়। ইউনিপে টু ইউসহ তিনটি প্রতিষ্ঠান অধিক মুনাফার লোভ দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করছে। তাদেরকে যথাযথ শিক্ষা দেয়া হবে।
পুঁজিবাজারের পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, গত বৃহস্পতিবার দরপতনের পরই পুঁজিবাজারে স্থিতিশীলতা ধরে রাখতে সরকার বেশ কিছু পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নেয়। এর প্রেক্ষিতে ইতিমধ্যেই এসইসি মার্জিন ঋণের সর্বোচ্চ সীমা তুলে নিয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের মনোবল ফেরাতে বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। বাজারে তারল্য প্রবাহ বাড়াতে বাংলাদেশ ব্যাংক রেপোর মাধ্যমে ব্যাংকগুলোকে অর্থ যোগান দিয়েছে।
তিনি বলেন, পুঁজিবাজার থেকে মুনাফা পেতে হলে বিনিয়োগকারীদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। ব্যাংকে টাকা জমা রাখলে তো মুনাফা পেতে কিছুদিন অপেক্ষা করতে হয়। তাহলে শেয়ারবাজার থেকে আজ ১০ টাকা বিনিয়োগ করে কালই কেন ১৫ টাকা পাওয়ার আশা করবেন?
তিনি বলেন, গত দু'বছরে আমরা একটা অসাধারণ অবস্থার মধ্যে আছি। শেয়ারবাজারের সূচক এ সময়ের মধ্যে প্রায় সাড়ে ৬ হাজার পয়েন্ট বেড়ে গেছে। বিনিয়োগকারীদের মধ্যে অল্প সময়ে মুনাফা তুলে নেয়ার প্রবণতা বেশি থাকায় বাজারে স্থিতিশীলতা আসছে না। অধিকাংশের মধ্যেই শেয়ার ধরে রাখার প্রবণতা নেই। বাজারকে স্থিতিশীল করতে হলে শেয়ার ধরে রাখতে হবে। তবে স্টক এক্সচেঞ্জের কার্যক্রম বিন্যস্তকরণ (ডি-মিউচ্যুয়ালাইজেশন) ছাড়া বাজার স্থিতিশীল হবে না বলেও অর্থমন্ত্রী মন্তব্য করেন।
বিনিয়োগকারীদের প্রতি মৌলভিত্তি দেখে বিনিয়োগের আহ্বান জানিয়ে অর্থমন্ত্রী বলেন, তাদেরকে হিসাব করতে হবে- বিনিয়োগের অর্থ কত বছরে ফেরত পাওয়া যাবে। শেয়ারের বাজার মূল্য ও প্রকৃত আয় (পিই) অনুপাত দেখে বিনিয়োগ করতে হবে।
প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান বলেন, দেশের শেয়ারবাজার অনেক সম্প্রসারিত হয়েছে। তবে সে অনুযায়ী ভালো শেয়ারের সরবরাহ নেই। সরকার শেয়ার সরবরাহ বাড়ানোর জন্য কাজ করছে।
তিনি বলেন, মূল্য সংশোধনের মাধ্যমে বাজার স্থিতিশীলতার দিকে যাচ্ছে। বিনিয়োগকারীদের সাময়িকভাবে সমস্যা হলেও দীর্ঘমেয়াদে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হবে।
এসইসি চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার বলেন, সংশ্লিষ্ট সবার লক্ষ্য একটি লাগসই শেয়ারবাজার। বাজারকে যৌক্তিক ও সঙ্গতিপূর্ণ অবস্থানে রাখতে পদক্ষেপ নেয়া হচ্ছে। বাজারে তারল্য প্রবাহ বাড়াতে ইতিমধ্যেই বেশকিছু পদক্ষেপ নেয়া হয়েছে। একক গ্রাহকের জন্য মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউজের মার্জিন ঋণ প্রদানে ১০ কোটি টাকার সর্বোচ্চ সীমা তুলে নেয়া হয়েছে। নতুন বিনিয়োগকারীদের জন্য ১৫ দিনের মধ্যে ঋণ পাওয়ার ব্যবস্থা করা হয়েছে। গ্রামীণফোনের শেয়ার লেনদেনে নেটিং সুবিধা চালু করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, মুদ্রাবাজারে তারল্য সংকট রয়েছে- এ তথ্য সঠিক নয়। সিআরআর বাড়িয়ে বাংলাদেশ ব্যাংক ২ হাজার কোটি টাকা জমা নিলেও এর বিপরীতে রেপোর মাধ্যমে প্রতিদিন ৬ হাজার কোটি টাকা যোগান দেয়া হয়েছে। পুঁজিবাজারের দিকে দৃষ্টি রেখে রোববার দেয়া হয়েছে ৭ হাজার কোটি টাকা। ফলে তারল্যের অভাব রয়েছে- এ কথা কোনোভাবেই সত্য নয়।

সরবরাহ
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=বৃষ্টি এলেই মন নরম নরম=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৪০



যত বিতৃষ্ণা এক লহমায় যায় দূরে চলে, বৃষ্টি এলেই,
কী ফুরফুরে হাওয়া বয় দেহ জুড়ে, ভালো লাগে আমার
ভালো লাগে জমানো কর্মে মন দিতে,
দেহ যেন পাখিরর পালক, ছুটোছুটিতে নেই ক্লান্তি;
আমি... ...বাকিটুকু পড়ুন

বিধির খেলাঃ ওরা মারছে একটা, যাচ্ছে ৫টা!

লিখেছেন সাহাদাত উদরাজী, ১০ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৭:৩৮

(লেখাটা না পড়লেও ছবি গুলো দেখুন, টাকোমা ওয়াশিংটনের পাশেই একটা শহর এবং সেই শহরের কিছু রাস্তাঘাটের দৃশ্য) উন্নত দেশ/শহর বলে দাবী করা দুনিয়ার নানান শহরের দৃশ্য দেখলে আমার মনে অনেক... ...বাকিটুকু পড়ুন

জাতীয় সার্কাস দল!!

লিখেছেন ঢাবিয়ান, ১০ ই এপ্রিল, ২০২৫ রাত ৮:১৫

আওয়ামিলীগ আমলে আওয়ামি মন্ত্রী এম্পিরা বিনোদনবঞ্চিত :( এই দেশের জনগনকে বিনোদিত করত তাদের বিভিন্ন মন্তব্যের দ্বারা। এখন এই স্থান একছত্রভাবে দখল করেছে বিএনপি !! দুই রাজনৈতিক দলের নেতাদেরই... ...বাকিটুকু পড়ুন

ঘুষ ইজ গুড ফর হেলথ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই এপ্রিল, ২০২৫ রাত ১:২৩


সিরাজদিখানের মাহফুজুর রহমান সাহেবের কান্ড দেখে মনে হলো, তিনি ব্রিটিশ আমলের একটা গল্প খুবই সিরিয়াসলি নিয়েছেন। গল্পটা পুরনো, কিন্তু ঘুষখোরদের মধ্যে এখনো জনপ্রিয়। এক ব্রিটিশ ম্যাজিস্ট্রেট বাংলায় দুর্বল,... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৭৪

লিখেছেন রাজীব নুর, ১১ ই এপ্রিল, ২০২৫ দুপুর ১২:৪২



প্রিয় কন্যা আমার-
ফারাজা, তুমি কি শুরু করেছো- আমি কিছুই বুঝতে পারছি না! রাতে তুমি ঘুমানোর আগে ঘুমানোর দোয়া পড়ে ঘুমাতে যাও। প্রতিদিন তোমার মুখে ঘুমের দোয়া শুনতে... ...বাকিটুকু পড়ুন

×