ইদানীং রাস্তায় বেরুলেই ভিআইপি নামক জন্তুদের জন্য ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হয়। ভিআইপি জন্তু গুলো মানুষকে দাঁড় করিয়ে রেখে রং সাইডে শাঁ শাঁ করে সামনে -পেছনে সাইরেন বাজিয়ে চলে যায়, আর মানুষগুলো ওদেরকে কত জঘন্য ভাষায় গালিগালাজ করে সেটা ঐ জন্তুগুলো মোটেও কল্পনা করতে পারবে না।
যা হোক ইদানীং সামনে পেছনে সাইরেন ওয়ালা না থাকলেও , ভিআইপি নামক জন্তুগুলোর ছানাপোনারাও ভিআইপি সেজে রাস্তাঘাটে দাপিয়ে বেড়ায়। সেরকম একটা ঘটনা শেয়ার করার জন্যই আজকের এই ভিআইপি সমাচার।
কিশোরগন্জ থেকে বউ-বাচ্চা নিয়ে ঢাকায় আসছি। এমনিতে অল্প রাস্তা কিন্তু উন্নয়নের ঠেলায় সেই রাস্তাকে মাঝে মাঝে জাহান্নামের রাস্তা বলে ভুল হয়ে যায়! যাই হোক ফকির মজনু শাহ সেতু পার হওয়ার জন্য টোল প্লাজায় এসে আমার গাড়ী বেশ কিছুক্ষন দাঁড়িয়ে রইলো। সামনে একটা মাত্র গাড়ী , তবুও আমার গাড়ী থেমে আছে। টোল প্লাজার লোকজনের সংগে সামনের গাড়ীর লোকজন বেশ ভাবের সংগে কথা কাটাকাটি করছে ...... অপেক্ষা করছি ....... হ্যা, অবশেষে সামনের গাড়ী টোল প্লাজা পার হলো । তো, আমি কিছু বিরক্তি নিয়েই বললাম, কি ব্যাপার? একটা গাড়ী থেকে টোল নিতে এত সময় লাগে নাকি? উত্তরে টোলপ্লাজার ছেলেটা যা বললো সেটা শুনে ভাবলাম কোনটা মান আর কোনটা অপমান সেটা বোধ হয় ভিআইপি নামক জন্তু গুলো কোনদিনই বুঝবেনা , নাকি ওদের মান-অপমান বোধটাই নেই!!!
কি বলেছিলো টোল প্লাজার ছেলেটি ? হ্যা , সে বলেছিলো
ফকিন্নির পুত বিশ টাকা টোল দিতে পারে না, সে নাকি আবার ভিআইপি!!!