somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়- বিখ্যাত গ্লাডিয়েটর (কত অজানা রে পার্ট-৩৩)

১০ ই এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গ্লাডিয়েটর !!!

মানব ইতিহাসের প্রথম সুপারস্টার , কমপ্লিট রিয়েল লাইফ হিরো। প্রাচীন রোমান এরিনা(arena){যেখানে গ্লাডিয়েটররা যুদ্ধ করতো}গুলোতে চলতে এই রক্তঝরানো উৎসব। বিজয়ী গ্লাডিয়েটররা সিক্ত হতো হাজার হাজার ভক্তের ভালবাসায়, পেতেন সম্মান, শ্রোদ্ধা, সম্পদ ও নারীর সান্নিদ্ধ। স্লেভ(গোলাম) হিসাবে কেনা হতো তাদের, তারপর বছরের পর বছরের বহু ঘাম, রক্ত আর প্রশিক্ষনের পর একজন জন গ্লাডিয়েটরের জন্ম হয়। তারপর যথেষ্ট জয়লাভ পর তাদের মালিক তাদের দিতেন স্বাধীনতা ও মুক্তি। আজ বলবো প্রাচীন রোমের এমন ১০ জন গ্লাডিয়েটরের কথা যারা এরিনা বাইরে ও ভিতরে ছিলেন বিখ্যাত ও বীর যোদ্ধা।

১০) TETRAITES


মূলত ১৮১৭ সালে Pompeii নগরীতে পাওয়া একটি গ্রাফিতি(দেয়াল খোদাই করা চিএ)এর মাধ্যমে আবিষ্কৃত হয় গ্লাডিয়েটর Tetraites কে। Prudes এর সাথে তার সাহসী বিজয়ের জন্য তাকে এই তালিকায় নথিভুক্ত করা হয়। তিনি যুদ্ধ করতেন Murmillones স্টাইলে, তিনি একটি তরোয়াল, একটি আয়তক্ষেত্র ঢাল, একটি শিরস্ত্রাণ, আর্ম গার্ড এবং Shin ব্যবহার করতেন। গ্লাডিয়েটর হিসাবে Tetraites এর খ্যাতি সম্পূর্ণরূপে বিংশ শতাব্দী পর্যন্ত ঢুকানো হয়নি যতক্ষন না পর্যন্ত তার জয়লাভের প্রমান ফ্রান্স ও ইংল্যান্ডে পাওয়া যায় নি।

৯) PRISCUS & VERUS


তাদের ব্যপারে ইতিহাসে তেমন কিছু পাওয়া না গেলেও তাদের ভিতরের কয়েক ঘন্টা ধরে চলা দৈতযুদ্ধের পরিষ্কার বর্ননা পাওয়া যায় সে সময়ের মাটির তৈরি জিনিসপএে। তাদের মধ্যেকার এই দৈতযুদ্ধটি ছিল বিখ্যাত রোমান "Flavian Amphitheatre"(যার বর্তমান নাম "Colosseum") এর প্রথম গ্লাডিয়েটর ফাইট।




Flavian Amphitheatre, রোম।

তারা ঘন্টার পর ঘন্টা অসমসাহসী যুদ্ধের পর দুজন gladiators একে অপরের প্রতি শ্রদ্ধা জানিয়ে তলোয়ার নামিয়ে রাখে। উপস্থিত জনতা তাদের যুদ্ধ দেখে এতোটাই সন্তুষ্ট হয়েছিল যে তারা যুদ্ধ সমাপ্তির এই আবেদন অনুমোদনের জন্য চিৎকার শুরু করে এবং সম্রাট Titus তাদের আবেদন মেনে নিয়ে উভয় gladiators কে একটি করে "rudis"(একটি ছোট কাঠের তলোয়ার যাতে বিজয়ীর নাম লেখা থাকে) উপহার দেন । তারা উপহার ও সম্পদ নিয়ে মুক্ত ও স্বাধীন মানুষ হিসাবে Amphitheatre ত্যাগ করেন।

৭) SPICULUS


প্রথম শতাব্দীর আরও একজন বিখ্যাত গ্লাডিয়েটর, যিনি "evil Emperor Nero" এর খুব কাছের লোক ছিলেন। পরে SPICULUS অনেক দৈত্বযুদ্ধে জয়লাভ করে এবং নিরো তাকে কল্পনাতীত সম্পদ, প্রাসাদ ও অনেক গোলাম উপহার দেন। AD 68 যখন নিরো ক্ষমতাচ্যুত হয় তখন নিরো SPICULUS কে খুজে বের করার জন্য তার গোলামদের বলে, নিরো চাইছিল যেন তার মৃত্যু একজন বিখ্যাত গ্লাডিয়েটরের হাতে হয়। কিন্তু SPICULUS কে তখন খুজে পাওয়া যায় নি ফলে নিরোকে আত্মহত্যা করতে বাধ্য করা হয়।

৬) MARCUS ATTILIUS


যদিও Attilius জন্মসুত্রে একজন রোমান নাগরিক ছিলেন তবু তিনি gladiator স্কুলের প্রবেশ করতে বাধ্য হন তার জীবনের খরুচে স্বভাবের জন্য যে ভারী ঋণ ছিল তা থেকে বাচার জন্য। তার প্রথম যুদ্ধ ছিল Hilarus এর সাথে যিনি একটি সারিতে তেরটা যুদ্ধে জিতেছিলেন,Hilarus ছিল সম্রাট নিরোর গ্লাডিয়েটর, যুদ্ধে তিনি Hilarus কে পরাজিত করেন। Attilius তারপর যুদ্ধে নামেন Raecius Felix এর সাথে, যিনি এক সারিতে বারোটি যুদ্ধ জয় করেছিলেন। Raecius যুদ্ধে পরাজিত হন। তাঁর বীরত্বগাথা 2007 সালে আবিষ্কৃত হয় যা গ্রাফিতিতে বর্ণিত ছিল।

৫) CARPOPHOTUS


অন্য গ্লাডিয়েটরদের থেকে CARPOPHOTUS এর পার্থক্য হলো তিনি অন্য গ্লাডিয়েটরদের সাথে লড়াই করতেন না, তার পতিপক্ষ ছিল ভালুক, সিংহ, চিতা। তার সল্প জীবনে সে একটা মাএ বর্ষা গন্ডার শিকার করে। তার শিকারের ক্ষেএ ছিল সেই বিখ্যাত "Flavian Amphitheatre"।


বলা হয় একদিনে তিনি ২১ টি বন্য হিংস্র প্রানী হত্যা করেন যার ভিতর ছিল বন্যহাতি, বাঘ, সিংহ, ভাল্লুক, চিতা ও গন্ডার । তাকে তার অন্যান্য ফেলো গ্লাডিয়েটররা ও তার ফ্যানরা "হারকিউলিস" নামে ডাকতো এবং তার সমকক্ষ বীর মনে করতো।

৪) CRIXUS


তার কাহিনী পাবেন "SPARTACUS blood and sand" সিরিজে। তিনি একজন Gallic gladiator ছিলেন। তার ডমিনস(মালিক)এর বৌ এর সাথে তার দৈহিক সম্পর্ক ছিল। কিন্তু সে ভালবাসতো এক চাকরানিকে, যাকে তার মালিক অন্য জায়গায় পাঠিয়ে দেয় এবং সে একটি দাসবিদ্রোহে যুদ্ধ করে এবং গ্লাডিয়েটর স্কুল থেকে পালায়। পরে বিদ্রোহীনেতাদের সাথে তার মতপার্থক্য ঘটে এবং তিনি একটি সেনাদল গঠন করে ইতালি ধ্বংশ করতে অগ্রসর হন। কিন্তু তার এই জীবনের জন্য দায়ীদের প্রতিশোধ নেওয়ার আগেই তিনি রোমান সন্যদের হাতে নিহত হন।

৩) FLAMMA


একজন সিরিয়ান গোলাম যিনি মাএ ৩০ বছর বয়সে মারা যান। গ্লাডিয়েটর হিসাবে তার এই ছোট্ট জীবনে তিনি ৩৪ টি যুদ্ধ করেন যার ভিতর ২১ টি তে জয় লাভ করেন, ৯ টা ড্র হয় এবং ৪ বার পরাজিত হন। এর ভিতর তিনি ৪ বার rudis দেওয়া হয়। যখন একজন গ্লাডিয়েটরকে rudis দেওয়া হয় তার মানে সেই গ্লাডিয়েটর আর কারো গোলাম না, সে অন্যান্য রোমানবাসীদের সাথে বাকি জীবন বসবাস করতে পারবে। কিন্তু FLAMMA এই rudis নিতে অশ্বিকার করেন। সে মৃত্যুর আগে পর্যন্ত একজন গ্লাডিয়েটর হিসাবে ফাইট করে গেছে।

২) COMMODUS


ইতিহাস পড়বেন আর কন্সপারেসি থাকবে না তা কি হয়? এই জনাব তেমনই একজন। ২০০০ সালের মুভি "গ্লাডিয়েটর" এ Joaquin Phoenix এনার চরিত্রে অভিনয় করেন। তিনি ছিলেন একজন সম্রাট যিনি এরিনাতে গ্লাডিয়েটরদের সাথে যুদ্ধ করতে পছন্দ করতেন। প্রশ্ন হলো, আসলেই কি তিনি এতোটা বীর ছিলেন যতটা সে নিজেকে মনে করতো? কারন তার বিরুদ্ধে যে অভিযোগটি ছিল তা হলো সে গ্লাডিয়েটর নামের যাদের সাথে যুদ্ধ করতো তারা সবাই ছিল সাধারন রোমান নাগরিক। বলা হয় তিনি তার পতিপক্ষ গ্লাডিয়েটরদের হাতে দিতেন কাঠের তলোয়ার, নিজে রাখতেন ধারালো তলোয়ার। ইতিহাস বলে, প্রতিটি উৎসবে তিনি ১ মিলিয়ন মানুষ হত্যা করতেন। দুনিয়ার যত অসুস্থ দুর্বল মানুষ গুলোকে মাইরা সে তার বীরত্ব জাহির করতো। AD ১৯২ সালে তাকে গুপ্তঘাতকরা হত্যা করে। বলা হয়, এরিনার অপমান করছিল বলে আসল গ্লাডিয়েটররাই নাকি তাকে হত্যা করে।

১) SPARTACUS


গ্ল্যাডিয়েটর ইতিহাসে স্পার্টাকাস ছিলেন সবচেয়ে বিখ্যাত। তার আগে তিনি ছিলেন একজন Thracian সৈনিক এবং যাকে রোমান সনৈরা বন্দি করে দাস হিসাবে বিক্রি করে দেয়। Lentulus Batiatus যিনি ছিলেন Capua এর একজন LUDUS (গ্লাডিয়েটর স্কুলের) এর মালিক তিনি তার ভিতরের সম্ভাব্য গ্ল্যাডিয়েটরকে চিনতে পেরেছিলেন, তাই তিনি স্পার্টাকাসকে কিনে নেন। ক্রমে সে একজন বিখ্যাত গ্লাডিয়েটর হয়ে উঠে এবং অনেক যুদ্ধ জয় করেন। কিন্তু Batiatus তাকে স্বাধীনতা দিতে চেয়েও প্রতারনা করে। ৭৩ খ্রিস্টপূর্বাব্দে, স্পার্টাকাস তার ৭০ gladiators (Crixus ও ছিল তার সাথে) নিয়ে Batiatus এর বিরুদ্ধে বিদ্রোহ ঘোষনা করে। এই দাস-বিদ্রোহে Batiatus খুন হন এবং gladiators রা মাউন্ট Vesuvius ঢালে পালিয়ে যায়। যাওয়ার সময় তারা অনেক ক্রীতদাসদের মুক্ত করে যার ফলে একটি বড় ও শক্তিশালী বাহিনীর সৃষ্টি হয়। অচিরেই তারা ৭০,০০০ হাজার দাসের একটি বাহিনীতে পরিনত হয়।

৭২ খ্রিস্টপূর্বাব্দে পুরো শীতকাল জুড়ে গ্লাডিয়েটর ও দাসরা প্রশিক্ষণের ব্যয় করে, রোমান বাহিনী ও গ্লাডিয়েটর-দাসদের এই যুদ্ধ Third Serville War হিসাবে এখন পরিচিত। স্পার্টাকাসকে হত্যার জন্য অনেক বাহিনী পাঠানো হয় কিন্তু gladiatorsরা তাদের অভিজ্ঞতা দ্বারা সহজেই তাদের পরাজিত করে। ৭১ খ্রিস্টপূর্বাব্দে, Marcus Licinius Crassus ৫0,000 উন্নত প্রশিক্ষিত রোমান সৈন্য নিয়ে স্পার্টাকাসের বাহিনীর বিরুদ্ধে অগ্রসর হন এবং Crassus দক্ষিণ ইতালিতে স্পার্টাকাসকে আটক করে। এবং স্পার্টাকাস হত্যা করা হয়। তাঁর অনুগামীদের ছয় হাজার বন্দী হয় এবং পরে তাদের ক্রুশবিদ্ধ করা হয়েছিল। তাদের মৃতদেহ দিয়ে Capua থেকে রোম পর্যন্ত রাস্তার ধারে লাইন তৈরি করা হয়েছিল। ২০০০ সালে এই সত্য ঘটনার অবলম্বনে রাসেল ক্রো অভিনীত মুভি "GLADIATOR" নির্মিত হয়।

১৮ এর উপর বয়স হলে এইচবিও তে প্রচারিত সিরিজ "SPARTACUS blood and sand" দেখা টা মাস্ট সি এর ভিতর পরে। না দেখে থাকলে আপনে মুভি দুনিয়ার সবচেয়ে বড় হতভাগা।


পড়াশোনার চাপে কিছু দিন "কত অজানারে" সিরিজের পোষ্ট দিতে পারিনি। আপনারা সাথে আছেন তো ??
একটা কথা আমি আপনাদের বারবার মনে করিয়ে দেই, আর তা হলো,

লাইক বাটন টা একটু নিচে

V
আর

V
মন্তব্যের ঘরটা আর একটু নিচে। ;)B-):P

"কত অজানা রে" এর আগের পোষ্ট গুলো পড়া আছে তো ??
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:১৬
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ব্রিটেনকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল রাশিয়া

লিখেছেন সরকার পায়েল, ০১ লা এপ্রিল, ২০২৫ রাত ৮:৪৭

রাশিয়াকে প্রথমবারের মতো ব্রিটেনকে আনুষ্ঠানিকভাবে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার নিরাপত্তামন্ত্রী ড্যান জার্ভিস ঘোষণা করেছেন যে ভ্লাদিমির পুতিনের সরকারের পক্ষে কাজ করা রাশিয়ান এজেন্টদের তাদের কার্যকলাপ নিবন্ধন করতে... ...বাকিটুকু পড়ুন

আমার ছোট কালের ঈদ।

লিখেছেন নাহল তরকারি, ০১ লা এপ্রিল, ২০২৫ রাত ৯:০৫



ঈদ মানেই ছিল নতুন জামা, নতুন টাকা আর আনন্দের ঝলক। ছোটবেলার সেই ঈদগুলো এখনো স্মৃতির মণিকোঠায় জ্বলজ্বল করে।



আমার নানা সোনালী ব্যাংকে চাকরি করতেন। আমি তখন... ...বাকিটুকু পড়ুন

পিটার প্যান সিনড্রোম !

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা এপ্রিল, ২০২৫ রাত ৯:৪২


প্রাপ্তবয়স্ক হয়েও দায়িত্ব নিতে না চাওয়া, বাস্তবতা এড়িয়ে চলা এবং জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত থেকে পালিয়ে যাওয়ার প্রবণতা অনেকের মাঝেই দেখা যায়। তারা শৈশবের মতো স্বাধীন, নিরুদ্বেগ জীবন... ...বাকিটুকু পড়ুন

বিএনপি কি ক্ষমতা কুক্ষিগত করবে না?

লিখেছেন ধূসর সন্ধ্যা, ০১ লা এপ্রিল, ২০২৫ রাত ১১:২২

ক্ষমতায় আসার পরে বিএনপির আচরণ কেমন হবে?
এই প্রশ্নের উত্তর নিশ্চিত ভাবে দেওয়া সম্ভব না। তবে আমরা কারো আচরণ কেমন হতে পারে সেটা তার অতীত থেকে খানিকটা আন্দান করতে পারি।... ...বাকিটুকু পড়ুন

নারী

লিখেছেন এসো চিন্তা করি, ০২ রা এপ্রিল, ২০২৫ রাত ১২:৪৭


"নারী "
এ. কে . এম. রেদওয়ানূল হক নাসিফ

মন খারাপ কেন বসে আছো কেন হতাশ
ওহে আজ নারী তুমি ,
কি হয়েছে তোমার এতো , সবসময় ভাবছো কি এতো... ...বাকিটুকু পড়ুন

×