আমি আমার দেশের বেশ কয়েকটা ফাউনটেন দেখছি। এবং সত্যি বলছি তার কয়েকটা এই পোষ্টের কয়েকটা ফাউনটেন থেকে সুন্দর। আমার দেশের ফাউনটেন গুলো টুরিষ্ট ভিজিটেড এরিয়া কেন হয় না, বলতে পারেন ???


** সারোভস্কি ফাউনটেন
নাম "সারোভস্কি ফাউনটেন"। অবস্থান ওয়াটটেনস, অস্টিয়া। বেশি কাহিনী নাই। এইটা একটা ক্রিষ্টাল গ্লাস তৈরিকারক কম্পানীর মিউজিয়াম ও বাগানের সামনে এই ফাউনটেন। সুন্দর নয় কি ???
** দি বিগ গিভিং
স্বঘোষিত ভাস্কর ক্লাওয়াস ওয়েবার এর ফাউনটেন। থিমটা আমার খুব পছন্দ হইছে। আমরা এখন কতটা নির্মম হয়ে গেছি, কতটা পাথর হয়ে গেছি, তাই বুঝনো হইছে। ওয়াও !!! এই ফাউনটেনরে কয় ইকো-ফ্রন্ডলি ফাউনটেন, মানে এই ফাউনটেনের পানি বারবার ইউজ করা হয়।
** ক্রাউন ফাউনটেন
এইটা পাবেন শিকাগো মিলেনিয়াম পার্কে। কেডা কেডা মুখ দিবেন যাইয়া লাইনে দাড়ান। মানে এইটাতে লাইফ ভিডু দেখা যায়। এইটা বানাইছে জুমি প্লানাস। আমার কাছে ভাল লাগে নাই।


** পিয়ানো ফাউনটেন
নষ্ট পিয়ানো দিয়া কি অসাধারন জিনিস বানাইছে।

** কেনব্যারা ফাউনটেন
কেনব্যারা টাইম ফাউনটেন, বানাইছে রবার্ট উডওয়ার্ড। কেনব্যারা টাইম নিউজপেপার তাদের ৫০ বছর পূর্তি উপলক্ষে পেপার কম্পানী কেনব্যারার জনগনকে এই ফাউনটেনটা গিফট করছে। এইটা ৫ মিটার উচা। খুব সুন্দর, কি বলেন ???
** বার্ডস উইং ফাউনটেন
বেনপো ব্রিজ, সিওল, সাউথ কোরিয়া। ৯৩৮০ টি পাইপ দিয়ে পানি বের হচ্ছে এই ফাউনটেন দিয়ে যা দেখতে পাখির ডানার মত।
** নাম পাই নাই
ফটোশপ না। সিহাম হল, সান্ডারল্যান্ডের সামনে এই ফাউনটেন পাবেন। কাহিনী হইলো এইটা পুরোটাই একটা কাচের জারের ভিতর দিয়া পানি প্রবাহিত হচ্ছে।
** ম্যাজিক টেপ ফাউনটেন
ফটোসপ না মিয়া। পানির ভিতর দিয়া কাহিনী ঘটায় ফেলছে।
ধান্দা লাইগা গেছিল।
** ফাউনটেন অফ নেপচুন
ব্লগনা,ইতালি। নেচারাল, তাই না ???
** জানেকি পিস
চুচিল সকলদেশেই আছে দেখা যায় !!! একটা ব্লু-গ্রে লাইমস্টোন পাথর কেটে এইটা বানানো হইছে। এর ভিতর ওয়াটার পাস প্রসেস করতে অনেক কাঠ-খড় পুরাইতে হইছে। এখন এর চার পাশে লোহার বার লাগানো হইছে এইটা রক্ষা করার জন্য।
সবাইকে শুভকামনা , আজ এ পর্যন্তই ...
আমার "কত অজানা রে" সিরিজ:
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-উৎসব (কত অজানা রে পার্ট-১)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-কম্পিউটার মাউস (কত অজানা রে পার্ট-২)
পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়-প্রাকৃতিক গরম পানির লেক (কত অজানা রে পার্ট-৩)
পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়- জাপানের কিছু পুকুর যাকে তারা 'হেল' বা নরক বা জিগোকু বলে (কত অজানা রে পার্ট-৪)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-দুবাই ওয়াল্ড (দেখলেও পস্তাইবেন না দেখলেও পস্তাইবেন) (কত অজানা রে পার্ট-৫)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয় - জিওলজিকাল বিশ্ময় (এর অনেক গুলো আজ প্রথম দেখবেন) (কত অজানা রে পার্ট-৭)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-এক্সট্রিম বডিবিল্ডার (কত অজানা রে পার্ট-৮)
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৯