আমরা যখন উত্তরার বাসায় উঠি তখন প্রথম বাথটাবে গোসল করি। আমার খুশি দেখে কে ? সে যে কি আনন্দ !!

১) The Grand Prismatic Spring: America's largest
আমেরিকার সবচেয়ে বড়, পৃথিবীর ভিতরে ৩য় বৃহত গরম পানির লেক এটি। ইওলোস্টোন ন্যাশনাল পার্কে অবস্থিত এই লেকের আয়তন ২৫০-৩০০ ফিট ও গভীরতা ১৬০ ফিট। প্রতি মিনিটে এটি ৫৬০ গ্যালন পানি উদ্বগিরন করে যার তাপমাএা থাকে ৭১ডি সেলসিয়াস। কিছু গরম পানির ব্যাকটেরিয়ার জন্য এর ভিতরের কালার চেন্জ হয়ে সবুজ থেকে লাল ও কমলা হয়। যারা ২০১২ মুভিটা দেখছেন তারা এই জায়গার নেড়া ভার্সন দেখছেন।


২)Mammoth Hot Springs: largest carbonate-depositing spring in the world
এইটাও ইওলোস্টোনে। এর তো দেখি বহুত কাহিনী। এইখানে দুনিয়ার সবচেয়ে বেশি কার্বনেট জমা আছে। প্রতি দিন ২ টনের উপর ম্যমথ এর উপর দিয়ে প্রবাহিত হয়।


৩) Blood Pond Hot Spring: welcome to hell
বলেন তো, এর রং লাল কেন? প্রশ্নটা থাকলো। এইটা জাপানে। এর ব্যপারে পরে ব্যপক ভাবে একটা পোষ্ট দিব।
৪) Blue Lagoon: Iceland's geothermal spa
এইটা আধা-প্রাকৃতিক একটি গরম পানির লেক। এর পানি গরম হয় নিকটস্থ পাওয়ার প্লান্ট থেকে। কই জানেন ? আইসল্যান্ড। চলেন যাই গোসল করে আসি।


৫) Glenwood Springs: world’s largest natural hot springs swimming pool
কাহিনী হইলো, ন্যাচারাল গরম পানির পুকুর বাট মানুষের ক্রিয়েটিভিটের মিশেলে দুনিয়ার সব থেকে বড় বাথটাব হয়ে গেছে। এর তাপমাএ ৩৬-৪০ ডি সে. মানুষ টিটমেন্টের জন্য এখানে গোসল করে। একেই বলে প্রকৃতিক চিকিৎসা।


৬) Jigokudani Hot Springs:
এইটা কিন্তু মানুষের জন্য না। জাপানের স্নো মাংকিদের বাসা এইটা। মানে হইলো বানরগো লেইগা প্রকৃতিই গরম পানির ব্যবস্থা করে দিছে।


৭) Deildartunguhver: highest flow hot spring in Europe
এইটা খুবই গরম , প্রায় ৯৭ডি সে. এইটা সেকেন্ডে ১৮০ লিটার পানি বমি করে। এতো পানি বমি আর কোন গরম পানির লেক করে না। গোছলে নামলে হাড়-মাংস আলাদা হইয়া যাইবো, তয় মানুষের পাল্লায় পড়ছে তো, এই পানি পাইপে কইরা বাসায় নিয়া ইউজ করে।


এখন কন কে কোনটায় যাবেন ??? আমি বান্দরের টায় যামু।


সবাইকে শুভকামনা , আজ এ পর্যন্তই ...
আমার "কত অজানা রে" সিরিজ:
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-উৎসব (কত অজানা রে পার্ট-১)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-কম্পিউটার মাউস (কত অজানা রে পার্ট-২)
পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়-প্রাকৃতিক গরম পানির লেক (কত অজানা রে পার্ট-৩)
পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়- জাপানের কিছু পুকুর যাকে তারা 'হেল' বা নরক বা জিগোকু বলে (কত অজানা রে পার্ট-৪)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-দুবাই ওয়াল্ড (দেখলেও পস্তাইবেন না দেখলেও পস্তাইবেন) (কত অজানা রে পার্ট-৫)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ক্রেজিয়েষ্ট ম্যানমেইড ফাউনটে (কত অজানা রে পার্ট-৬)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয় - জিওলজিকাল বিশ্ময় (এর অনেক গুলো আজ প্রথম দেখবেন) (কত অজানা রে পার্ট-৭)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-এক্সট্রিম বডিবিল্ডার (কত অজানা রে পার্ট-৮)
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮