১) রোড মাউস:
যারা গাড়ি খুব ভালবাসে তাদের জন্য এই মাউস। এইটা একটা ওয়ারলেস মাউস। মাউসটা কিনলে এর সাথে আসল গাড়ি কেনার মত individual VIN serial numbers পাবেন রেজিস্টেশনের জন্য। এই কার মাউসের হেডলাইট আপনে অন/অফ করতে পারবেন। বেছে নাও যার যেইটা পছন্দ। দাম মাএ ৪৪.৯৫ ডলার।


২) ওয়াল্ড অফ ওয়ারক্রাফট মাউস:
হা জি হা , গেম খেলার জন্য এই মাউস। নাম SteelSeries World of Warcraft Mouse. পিউর স্টিলে তৈরি। দাম ৯৯.৯৯ ডলার। দাম আমার এই তালিকায় সব সবথেকে বেশি হলেও পোগ্রামার ও গেমারদের কাছে এই মাউস খুব জনপ্রিয়। এর ডান দিকে আছে ১৫ টা পোগ্রামের বাটন !!! লাগবো নি ???


৩) সেক্সি বডি মাউস
নাম পইড়াই যদি আন্দাজ কোরে থাকেন তাইলে ভুল করেন নাই। দাম মাএ ২৯.৯০ ডলার। ক্লাসিক মাউস, আমার পছন্দ হইছে। আপনের ???


৪) জার্ম ফ্রি মাউস
নাম IOGear's Germ Free Wireless Laser Mouse. কাহিনী হইলো এইটা তৈরি হইছে টাইটেনিয়াম ডাইঅক্সাইড ও সিলভারের ন্যানো পার্টিকেল দিয়া যা এনজাইম ও প্রোটিনরে ডিএকটিভেট করে। দাম মাএ ১১.৯৯ ডলার।
৫) ওয়াসেবল মাউস
উপরের জীবানুমুক্ত মাউসে যদি আপনের সুচিবায়ুগ্রস্থ পরিষ্কার মন না ভরে তবে এই লন, এই মাউস আপনে ইচ্ছা মত ধৌত করতে পারবেন। এর নাম Belkin Washable Mouse. দাম মাএ ১৭.৬৯ ডলার।
৬) ওয়ারেবল ফিংগারটিপ মাউস
মাউস ধরে মাউস প্যাডে ঘষাঘষির দিন শেষ, এসে গেছে পরিধানযোগ্য মাউস। আঙ্গুলে লাগাইবেন আর ক্লিকাইবেন। একদাম মাএ ১০.৫০ ডলার। এর অফিসিয়াল নাম Ring-Style Fingertip Mouse.
৭) কি প্যাড মাউস !!
কবে যে দেখবো, এর সাথে মোবাইল যুক্ত হয়ে গেছে।


৮) হার্ট মাউস !!
আমার পার্সনাল ফেভারিট এইটা। এর নাম "Pat-Says-Now Red Heart Computer Mouse"। সুন্দর না ?? দাম ??? আমার তরফ থেকে ফ্রি মাগার কম্পানীর লেইগা মাএ ৪৫.৯৯ ডলার।


৯) হ্যামবার্গার মাউস !!
এইটা নির্ঘাত আমার মত ভোজনরসিক পাবলিকের কথা মাথায় রাইখা বানাইছে। এর লাইফটাইম ব্যপক, তিন মিলিয়ন বার ক্লিকাইতে পারবেন।

১০) ব্যাম্বো মাউস !!
এটা দেশিয় ঘরানার মাউস বলা যায়। বাঁশ দিয়ে বানানো মাউস। এর অফিসিয়াল নাম "3BTN Bamboo Eco-Friendly Mouse"। পরিবেশ-বান্ধব এই মাউস আপনে বাম বা ডান হাতে ব্যবহার করতে পারবেন, পিসি বা ম্যাকে ব্যবহার যোগ্য এই মাউস অপটিকাল সেনসর যুক্ত। দাম মাএ ১৬.৭৩ ডলার।
সবাইকে শুভকামনা , আজ এ পর্যন্তই ...
আমার "কত অজানা রে" সিরিজ:
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-উৎসব (কত অজানা রে পার্ট-১)
পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়-প্রাকৃতিক গরম পানির লেক (কত অজানা রে পার্ট-৩)
পৃথিবীর যত কিছু আজব-অদ্ভুত ... আজকের বিষয়- জাপানের কিছু পুকুর যাকে তারা 'হেল' বা নরক বা জিগোকু বলে (কত অজানা রে পার্ট-৪)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-দুবাই ওয়াল্ড (দেখলেও পস্তাইবেন না দেখলেও পস্তাইবেন) (কত অজানা রে পার্ট-৫)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-ক্রেজিয়েষ্ট ম্যানমেইড ফাউনটে (কত অজানা রে পার্ট-৬)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয় - জিওলজিকাল বিশ্ময় (এর অনেক গুলো আজ প্রথম দেখবেন) (কত অজানা রে পার্ট-৭)
পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-এক্সট্রিম বডিবিল্ডার (কত অজানা রে পার্ট-৮)
সর্বশেষ এডিট : ১২ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৯