ফটিকছড়িতে হেফাজত-আ’লীগ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৩
স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কাজিরহাট এলাকায় বৃহস্পতিবার দুপুরে হেফাজত ইসলাম ও আওয়ামী লীগের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ফারুক ইকবাল (৪০) নামে একজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল তিনজনে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশের নেতৃত্বে পুলিশ সন্ধ্যা ৬টার দিকে কাজিরহাট বাজার থেকে একজন এবং রাত ৮টার দিকে ওই বাজারের পাশে জমি থেকে আর একজনেরসহ মোট দু’জনের লাশ উদ্ধার করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ বাংলানিউজকে বলেন, ‘আমরা মোট দু’জনের লাশ উদ্ধার করেছি। এছাড়া ২৫ জনের মত আহত লোক উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি।’
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই জহিরুল ইসলাম বাংলানিউজকে বলেন, ‘হাসপাতালে আনার পর রাত ৮টার দিকে ফারুক ইকবাল মারা গেছেন। হাসপাতালে আরও ২০ জন চিকিৎসাধীন আছেন।’
তিনি জানান, হাসপাতালে মারা যাওয়া ফারুক ইকবাল ফটিকছড়ি উপজেলার বখতপুর এলাকার মফিজুল হকের ছেলে।
এদিকে ফটিকছড়িতে উদ্ধার হওয়া দু’টি লাশের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি হলেন, উপজেলার জাফতনগর এলাকার এজাহার মিয়ার ছেলে ফোরকান (২২)।
চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম বাংলানিউজের কাছে দাবি করেছেন, হতাহতরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী।
এদিকে হেফাজত ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের নেতাকর্মী, পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মচারী, বিজিবি সদস্য, সাংবাদিকসহ অন্তত অর্ধ শতাধিক লোকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
এ সময় হেফাজতের নেতাকর্মীসহ স্থানীয় উত্তেজিত লোকজন শতাধিক মোটর সাইকেল, চারটি মিনি ট্রাক, তিনটি প্রাইভেট কার, একটি মাইক্রোবাস, ফায়ার সার্ভিসের একটি গাড়ি পুড়িয়ে দিয়েছে বলে জানা গেছে।
এ ঘটনার পর বিকেল সাড়ে ৪টা থেকে ফটিকছড়ির ভুজপুর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জনা খান মজলিশ বাংলানিউজকে বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৪৪ ধারা জারি করেছি। উপজেলা ভূমি কর্মকর্তার নেতৃত্বে বিজিবি ঘটনাস্থলে কাজ করছে।”
তিনি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে বিজিবি সদস্যদের উপরও হেফাজতের কর্মীরা হামলা করেছে। এ সময় এক বিজিবি সদস্য আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে তাদের একটি গাড়ি।”
হাটহাজারী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আ ফ ম নিজাম উদ্দিন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হেফাজত কর্মীদের হামলায় তিনি নিজে এবং আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হরতালের প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১টার দিকে আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলামের নেতৃত্বে ফটিকছড়িতে মিছিল বের করে স্থানীয় নেতাকর্মীরা। মিছিলটি বিভিন্ন এলাকা ঘুরে বেলা সাড়ে ১২টার দিকে উত্তর ফটিকছড়ির ভুজপুর থানার কাজিরহাট এলাকায় গিয়ে সমাবেশ করে।
সমাবেশ চলাকালে কাজীরহাট এলাকায় হেফাজত নিয়ন্ত্রিত একটি মাদ্রাসা থেকে স্থানীয় মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়, আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা মাদ্রাসা ও মসজিদে হামলা চালাতে এসেছে। এ ঘোষণা শুনে গ্রামের লোকজন উত্তেজিত হয়ে পড়ে।
হেফাজতের নেতাকর্মীরা এ সময় বিভিন্ন মাদ্রাসার ছাত্রদের নিয়ে এবং গ্রামের লোকজনকে নিয়ে ওই সমাবেশে হামলা চালায়। ছাত্রলীগ নেতাকর্মীরা বাধা দিতে গেলে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এক পর্যায়ে হেফাজতের কর্মীরা মোটর সাইকেলে আগুন জ্বালিয়ে দিলে তা সংঘর্ষে রূপ নেয়।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়ে হেফাজতের কর্মীরা। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
তবে থেমে থেমে সংঘর্ষ এখনও চলছে বলে জানা গেছে।
আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলাম বাংলানিউজকে জানান, হরতালের প্রতিবাদে বিশাল মিছিল নিয়ে তারা ফটিকছড়ি থেকে ভুজপুরে যান। সেখান থেকে আসার পথে কাজিরহাট এলাকায় মসজিদে হামলা চালাতে যাচ্ছেন বলে প্রচারণা শুরু করে হেফাজত। এ সময় গ্রামবাসীসহ হেফাজতের লোকজন এসে হামলা শুরু করে।
তারা পেয়ারুকে বহনকারী মাইক্রোবাসসহ বিভিন্ন গাড়ি নির্বিচারে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।
হেফাজতের হামলায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
এটিএম পেয়ারুল ইসলাম বাংলানিউজকে বলেন, “মিথ্যা প্রচারণা চালিয়ে হেফাজত ইসলামের লোকজন গ্রামবাসীকে উত্তেজিত করে তাদের উপর পরিকল্পিতভাবে হামলার ঘটনা ঘটিয়েছে।”
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর সাইদুর রহমান বাংলানিউজকে জানান, হেফাজতের কর্মীরা যানবাহনে আগুন দেওয়ার পর স্থানীয় ফায়ার স্টেশন থেকে দু’টি গাড়ি ঘটনাস্থলে যায়। এ সময় উত্তেজিত লোকজন একটি গাড়িতে আগুন দেয়। তাদের হামলায় তিনজন ফায়ারম্যান আহত হন।
এদিকে সংঘর্ষে আহত সাতজনকে বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, জানে আলম (৩৫), বদিউর রহমান (৩৪), মো.বাবর (২২), আবুল কাশেম (৩৫), মনসুর উদ্দিন বাবুল (২২), হান্নান (২২) এবং আক্তার মেম্বার (৪৫)।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক আবুল বাশার বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে বাবুলকে হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে এবং বাকিদের ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় আহতদের হাসপাতালে আনার পর সেখানে ছুটে গেছেন চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ সালাম, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বেদারুল আলম বেদারসহ আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতারা।


নীলপরী আর বাঁশিওয়ালা
আষাঢ়ের গল্পের আসর
সন্ধার পর থেকেই ঝুম বৃষ্টি। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে দিনের মত আলো করে। কান ফাটিয়ে দেয়া আওয়াজ। কারেন্ট নেই প্রায় তিন ঘণ্টার ওপর। চার্জারের আলো থাকতে থাকতে রাতের... ...বাকিটুকু পড়ুন
ইসলামে ক্ষমার অফারের সাথে শর্তগুলো প্রচার হয়না কেন?
ইসলামে পাহাড়সম পাপও ক্ষমা পাওয়ার যে সব শর্টকাট অফার আছে, সেগুলোতে ব্ল্যাক হোলের মতো কিছু গভীর, বিশাল এবং ভয়ঙ্কর নোকতা যুক্ত আছে। কোনো এক অজানা, অদ্ভুত কারণে হাজার বছরের ইবাদত... ...বাকিটুকু পড়ুন
আমরা যদি পুড়ি, তবে তোমরাও আমাদের সঙ্গে পুড়বে !
২২ বছর ধরে একচ্ছত্র ক্ষমতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল, বিরোধীদের দমন—এরদোয়ানের শাসনযন্ত্র এতদিন অপ্রতিরোধ্য মনে হতো। কিন্তু এবার রাজপথের তরুণরা সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তুরস্ক এখন বিদ্রোহের দোরগোড়ায় দাঁড়িয়ে। ইস্তাম্বুলের জনপ্রিয়... ...বাকিটুকু পড়ুন
চেংগিস খান: ব্লগের এক আত্মম্ভরী, অহংকারী জঞ্জাল
ব্লগ জগতে অনেক ধরনের মানুষের দেখা মেলে—কেউ লেখে আনন্দের জন্য, কেউ লেখে ভাবনা শেয়ার করতে, আর কেউ লেখে শুধু নিজের অস্তিত্ব জানান দিতে। কিন্তু তারপর আছে চেংগিস খানের মতো একটা... ...বাকিটুকু পড়ুন
পাকিস্তান প্রেমে হাবুডুবু খাওয়া নষ্ট প্রজন্ম
৭১ সালের মুক্তিযুদ্ধের পর ধর্ষিতা বাঙালি নারীদের চিকিৎসায় নিয়োজিত অস্ট্রেলীয় ডাক্তার জেফ্রি ডেভিস গণধর্ষণের ভয়াবহ মাত্রা দেখে হতবাক হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টে আটক পাক অফিসারকে জেরা করেছিলেন যে, তারা কীভাবে এমন... ...বাকিটুকু পড়ুন