ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা বিনোদ বিহারী চৌধুরী আর নেই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
চট্টগ্রাম: ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম পুরোধা মাস্টারদা সূর্যসেনের সহযোদ্ধা বিনোদ বিহারী চৌধুরী আর নেই। বুধবার রাত ১০টা ১০মিনিটে বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ১০৪ বছর।
বৃটিশ আমল থেকে পাকিস্তান কিংবা পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশ পর্যন্ত মানুষের অধিকার আদায়ের আন্দোলনে যাঁর দৃপ্ত পদচারণা ছিল, সেই মানুষটি এখন চলে গেছেন না ফেরার জনপদে। বিনোদ বিহারী আর কখনও বলবেন না-‘ভীরুতা, কাপুরুষতা পাপ। মনের মধ্যে সাহস রেখো।’
বয়সের সীমা শতকের কোঠা পার করেছিলেন তিনি, কিন্তু বয়স তাকে কখনও কাবু করতে পারেনি। আজীবন মানুষের জন্য সংগ্রাম করেছেন, সৃষ্টি করেছেন অধিকার আদায়ের অসংখ্য সহযোদ্ধা। বীরের মৃত্যুতে এখন শোকে মুহ্যমান হয়ে পড়েছেন তার সহযোদ্ধারা, শোকের সাগরে ভাসছেন চট্টগ্রামবাসী, যে চট্টগ্রাম, যে বাংলাদেশ, যে মাতৃভূমির মায়ায় তিনি একদিন সহধর্মীণীকে নিয়ে থেকে গিয়েছিলেন এ মাটিতে।
স্বজনদের বরাত দিয়ে বিনোদ বিহারী চৌধুরীর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন আন্তর্জাতিক মানবতা বিরাধী অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর অ্যাডভোকেট রানা দাশ গুপ্ত।
তিনি বাংলানিউজকে জানান, বিনোদ বিহারী বার্ধক্যজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কোলকাতার ফোর্টিস নামে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। বিনোদ বিহারীর স্ত্রী বিভা দাশ মারা যান ২০০৯ সালের ২৯ ডিসেম্বর।
তাদের দু’পুত্রও মারা গেছেন বিনোদ বিহারীর জীবদ্দশায়। কোলকাতার বারাসাতে থাকেন পুত্রবধূ আর নাতি।
আরো বিম্তারিত বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সফলতার গফ শোনান ব্যর্থতার দায় নেবেন না?
মুক্তিযুদ্ধের ক্রেডিট নিতে চান ভাল কথা, লুটপাট ও পাকিস্তানের বিপরীতে ভারতের স্ত্রী হয়া ঠাপ খাওনের দায়টাও নেন। অপ্রকাশিত সবগুলো চুক্তিপ্রকাশ করেন। ইন্ডিয়ার হাসফাস দেখে মনে হচ্ছে হাসিনা তাগো অক্সিজেন ছিলো... ...বাকিটুকু পড়ুন
নীলপরী আর বাঁশিওয়ালা
আষাঢ়ের গল্পের আসর
সন্ধার পর থেকেই ঝুম বৃষ্টি। থেকে থেকে বিদ্যুৎ চমকাচ্ছে দিনের মত আলো করে। কান ফাটিয়ে দেয়া আওয়াজ। কারেন্ট নেই প্রায় তিন ঘণ্টার ওপর। চার্জারের আলো থাকতে থাকতে রাতের... ...বাকিটুকু পড়ুন
ইসলামে ক্ষমার অফারের সাথে শর্তগুলো প্রচার হয়না কেন?
ইসলামে পাহাড়সম পাপও ক্ষমা পাওয়ার যে সব শর্টকাট অফার আছে, সেগুলোতে ব্ল্যাক হোলের মতো কিছু গভীর, বিশাল এবং ভয়ঙ্কর নোকতা যুক্ত আছে। কোনো এক অজানা, অদ্ভুত কারণে হাজার বছরের ইবাদত... ...বাকিটুকু পড়ুন
আমরা যদি পুড়ি, তবে তোমরাও আমাদের সঙ্গে পুড়বে !
২২ বছর ধরে একচ্ছত্র ক্ষমতা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখল, বিরোধীদের দমন—এরদোয়ানের শাসনযন্ত্র এতদিন অপ্রতিরোধ্য মনে হতো। কিন্তু এবার রাজপথের তরুণরা সেই ধারণাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। তুরস্ক এখন বিদ্রোহের দোরগোড়ায় দাঁড়িয়ে। ইস্তাম্বুলের জনপ্রিয়... ...বাকিটুকু পড়ুন
চেংগিস খান: ব্লগের এক আত্মম্ভরী, অহংকারী জঞ্জাল
ব্লগ জগতে অনেক ধরনের মানুষের দেখা মেলে—কেউ লেখে আনন্দের জন্য, কেউ লেখে ভাবনা শেয়ার করতে, আর কেউ লেখে শুধু নিজের অস্তিত্ব জানান দিতে। কিন্তু তারপর আছে চেংগিস খানের মতো একটা... ...বাকিটুকু পড়ুন