পথিক কল্যানে চলো
কালের স্রোতের টানে একলা হেঁটে চলছো।কোথায় যাও??
দাঁড়াও!!!
তোমার পিছে পথচারী হচ্ছে তোমার অনুজরা তুমি কি তা দেখতে পাও না??
তবে কেন নিজের সাথে হেরে গিয়ে তুমি অকল্যানের পথে পা বাড়াও।তুমি তো তাদের আদর্শ।
তুমি অতলে তলিয়ে গেলে তোমার অনুজরা বিপথে হারিয়ে যাবে পথিক।।
তবে কি তুমি স্বার্থপর??
ছিহ্,তুমি কি এই শিক্ষা বুকে ধারন করে বড় হয়েছিলে?
জাগো পথিক জাগো!!!
নিজের মনস্তাত্ত্বিক বিবৃতিতে জ্বলে উঠো,তোমার অনুজদেরকে দিয়ে এ জগৎ সাহসী করে তোলো।
এ জগৎ সাহসীদের হাতে দিয়ে যাও পথিক।
এভাবে চলতে দিলে বাতাসের গন্ধে শুধু পাবে নিকোটিনের ধোঁয়া, দম বন্ধ করা নিঃশ্বাসের স্বাদ তোমার অনুজদের মহৎ হতে শিখাবেনা।
সমাজের আনাচে কানাচে দিন দিন যৌনতা বাড়ছে,বেখাপ্পা মানুষগুলো হিংস্রতার কবলে পড়ে বনের হিংস্রকে শিকার করে বুকের ভিতর জ্বালাচ্ছে বিষাক্ত হিংস্রতার শক্তি।বনের হিংস্রের মতই তারা ঝাঁপিয়ে পড়তেছে নরমের ঘাড়ে।
হে পথিক!!! তুমি কি দেখতে পাওনা রক্তের স্রোত,তুমি কি শুনতে পাওনা রক্তের ঘ্রাণ।কোথায় গেলো ভ্রাতৃত্বের মায়া।দেখো না???
পথিক মাথায় রক্তমুকট বেঁধে নেমে যাও তুমি মানবতার পথে।মানবতার কর্ম সরল,মায়াময়।হৃয়দটা থাকে তপ্ত পাথরের মত উজ্জ্বলতার শিখায় সাহসে বাঁধা যার স্ফটিকস্বচ্ছ্ব পাথরের মত শক্ত।অন্যায়কে দমন করতে তার বুকে মায়ার বিন্দুমাত্র মোহও থাকেনা।
পথিক তোমার অনুজ দল যে তোমার পাণে তাকিয়ে।তুমি যে তাদের পথ প্রদর্শক।বার্ধক্যকে সঞ্চার করো শক্তিতে,মনকে স্থির করো সাহসী ভাবে।
পথিক তোমার অবুজ অনুজ দল বড্ড অসহায়,তারা চায় অনুপ্রেরণার জাগরণ।তারা চায় নেতা,তারা চায় পথ প্রদর্শক।তাদের জ্ঞান ভান্ডার তৃপ্ত হয়ে আছে,আজ তুমি তাদের যা দিবে তাই তারা আটকে ফেলবে হৃদয় চিত্তে।
পথিক আজ তুমি তাদের জন্য নিজের স্বার্থকে বিলিয়ে দাও পথে,একদিন দেখবে আমরা সুন্দর সমাজে বাস করতে পারবো।
তোমার বানানো অনুজ দলের কতৃত্বে শাসিত হবে সমাজ।তখন যৌনতার ভয়ে ঘর থেকে বের হবার ভয় থাকবেনা,মুক্ত বাতাসে স্বস্তির নিঃশ্বাস পেলে সবাই আকাশটাকে ভালবাসার রংধনু এঁকে দিবে।
আমরা আবার স্বাধীন আকাশের নিচে মুক্ত পাখির মত বাঁচতে পারবো,আমরা হাঁটতে গিয়ে রক্তের স্রোতে ধাক্কা খেয়ে পা পিছলে পড়ে যাবো না আর।যৌনতার কবলে পড়ে ইজ্জ্বত হারাবোনা আর।
আমাদের আছে উদীপ্ত চিত্ত
স্বদেশের বুকে এঁকে দিবো আমরা,উজ্জ্বল ভালবাসার বৃত্ত।