আমি বিশেষ দিবসে ভালোবাসা প্রকাশ করার পক্ষে না, ন্যাকামি মনে হয়। যাকে ভালোবাসি, তাকে প্রতিদিন ভালোবাসি। তারপরেও মনে হলো আমার ভাবনাটা ঠিক না। বিশেষ দিবসে ভালোবাসা প্রকাশ করলে ক্ষতি কি ? এতে ভালোবাসার পালে একটু হাওয়া লাগে, যাকে বলে সম্পর্কে একটা রিফ্রেশমেন্ট আসে। আজকে সবাই যখন "মা" নিয়ে লিখছে তখন আমার মনে হলো আমার মা এখন ফেইসবুক ব্যবহার করে এবং যখন দেখবে দুনিয়ার সব ছেলেমেয়ে তাদের মা কে ভালোবাসা জানাচ্ছে, তখন ভাববে আমার ছেলে মেয়েরা কি ভুলে গেলো আজকের দিনটা ? তাই তোমার জন্য এই লেখাটা :-
আম্মা,
তোমাকে মুখ খুলে কখনইতো বলি না কত ভালোবাসি। কিন্তু তুমি কি জানো আমার চলা, বলা, চিন্তা , ভাবনা , কাজ-কর্ম , অভ্যাস (বদ-অভ্যাস) সব, সবকিছুতেই শুধু তুমি।
আমি যখন ওমর কে রাগ করি তখন হঠাৎ তোমাকে মনে পরে, তাইতো তুমি ঠিক এই ভাবে আমাকে শাসন করতে।
আশরাফ যতবার রাগ হয় আমি কেন না খেয়ে ওর জন্য বসে থাকি, অবাক হয়ে ভাবি এটাও তোমার কাছ থেকেই পাওয়া। ঘটর মটর করে রান্না করি , তাও মজা হয় । তোমার কাছ থেকে পাওয়া।
অতি সাধারন একটা জিনিসও যত্ন করে রাখি এবং ভুলে যাই কোথায় রেখেছি। তোমার কাছ থেকে পাওয়া ।
বেছে, বেছে সবচেয়ে ছোট টুকরাটা নিজের পাতে তোলা, তোমার কাছ থেকে পাওয়া ।
খুব রেগে গেলে বা অভিমান করলে কথার সুইচ বন্ধ করে দেয়া, তোমার কাছ থেকে পাওয়া । (মাইর দিও না )
নিজের চিন্তা না করে সারা দুনিয়ার মানুষের চিন্তায় ঘুম না আসা , তোমার কাছ থেকে পাওয়া ।
মানুষকে বিশ্বাস করি , ঠকি । মনে পরে তুমি সবসময় এ ব্যাপারে বারণ করতে এবং কোনদিন তোমার কথা শুনি নাই।
এরকম আরো কতকিছু যে প্রতিদিন আমার জীবনে যা কেবল তোমারই ছায়া ফেলে । তুমি আমার জীবনে আমার ছায়ার মত।
কবে তোমাকে আদর করবো আম্মা ??