পাগলা সংবাদঃ
পড়ছি আমি তালে পাগল জাতে ঠিক,
শুরুতেই একটি ব্রেকিং নিউজ।

জনৈক পাগল আহত হয়ে হাসপাতালে। পরিস্থিতি থমথমে। যে কোনো সময়ে বিক্ষোভের ডাক।


বিস্তারিত খবরঃ
আমাদের প্রতিনিধি পাগলা কানা বলেন, প্রতিদিনের মত সেই জনৈক পাগল লোকাল বাসের জানালা দিয়ে ভিতরে ঢুকতে গেলে বাসের হেল্পার তাকে বাঁধা দেয়। প্রখর রোদের কারনে সেই জনৈক পাগল প্রচণ্ড ভাবের মাঝে ছিল। তার জানালা দিয়ে ঢুকার ব্যাপার নিয়ে দুইজনের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে জনৈক পাগল হেল্পারকে মৃদু ধাক্কা দিলে সে তেড়ে এসে মারামারি শুরু করে। এতে পাগলের মাথায় ও পায়ে আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
সাংবাদিকদের সাথে আলাপ কালে জনৈক পাগল বলেন, "এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি এর তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা পাগল সমাজ এর বিরুদ্ধে লড়াই করব......"
জানালা দিয়ে বাসে ঢুকার কারন জানতে চাইলে তিনি বলেন, "বাসে জানালা দিয়ে না উঠে কৈ দিয়া উঠব?? জানালা বানানো হয়েছে বাসে উঠার জন্য। তবে ইদানিং জানালা ছোট হয়ে গেছে। আমি সরকারের কাছে দাবী জানাই যেন সবগুলা জানালা বড় করে দেয়া হয়। তা না হলে বাসে বাসে পাগলরা হামলা করবে।"
এদিকে জাতীয় পাগলা পরিষধ এই হামলার তিব্র নিন্দা জানিয়েছেন। সরকার এই হামলার ব্যপারে দুঃখ প্রকাশ করেছে ও দোষীদের ব্যপারে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।"
পরবর্তীতে সেই পাগল নিজেকে লিংকন বলে দাবী করেন। তিনি আরো বলেন যে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট এর সাথে তার অনেক দোস্তি আছি। এই হামলার বিচার না হলে তিনি আমেরিকার প্রেসিডেন্টের কাছে যাবেন বলেও হুমকি দেন।
আগামীকাল রাত ২ টায় কমলাপুর ব্রিজের নিচে এক পাগলা সমাবেশ ডাকা হয়েছে।
বাকি খবর বলার আগে আমি একটু ঘুরে আসি। ডাক্তার সাহেব এসেছেন।



