প্রতিদিন কত কত মুভি রিভিউ লিখা হয়, কত জনের কত মতামত! এক রিভিউ পড়ে মুভি ভালো লাগলে, অন্য রিভিউ পড়ে দেখতেই ইচ্ছা করে না! আবার এক রিভিউ পড়ে সিনেমাহলে ঢুকে একটু পরে ঐ রিভিউ ব্যক্তিকে গালি দিয়ে হল ছাড়তে হয়! রিভিউ জিনিসটা অনেক অদ্ভুত! তাই আজকে আমি রিভিউয়ের পোস্ট মার্টেম করার জন্য নেমেছি।
ধরা যাক মুভির নাম "আমি তোমার কে", মুভি এইসময়ের বেশ আলোচিত, রেটিং এর দিক থেকেও ৭ এর কাছাকাছি! নায়ক এই সময়ের অন্যতম জনপ্রিয় "তুগোলোক খান" (যার প্রধান প্রতিযোগী হল আরেক নায়ক "মারকাট খান"), নায়িকা বিউটি কুইন "কতবেল", ছবিটা অনেকটা রোমান্টিক একশান ধাচের।
এই মুভির রিভিউ কে কিভাবে লিখবেন? কার লেখা পড়ে মুভিটার কি আশা করা যাবে আসুন সারমর্ম দেখা যাক।
রিভিউ ১-
রিভিউদাতা- নায়ক তুগোলক খানের একনিষ্ট ভক্ত (যদিও উনি নিজেকে নিরপেক্ষ দাবি করে এই লেখাটা লিখেছেন)
রিভিউ- এক কথায় অসাধারন ছবি দেখলাম। বলা যায় নায়ক তুগোলোক খানের অন্যতম সেরা ছবি এটা। রেটিং এত কম কেন হল সেটাই মাথায় আসছে না। এর রেটিং হওয়া উচিৎ ছিল ১০ এর মাঝে ৯ কিংবা সাড়ে নয়। গল্পটাও অন্যরকম ভালো লাগার মত, ব্যতিক্রমধর্মী। আর গানগুলো তো মনের মাঝে যেন গেথে আছে! প্রতিটি দৃশ্যের মাঝেই খুজে পাওয়া যায় সাস্পেন্স। একটানে দেখে ফেলার মত ছবি! আমি তো টয়লেট ভুলে গিয়েছিলাম এই ছবি দেখার সময়। গল্পের কথা নাইবা বললাম, এতে ছবি দেখার মজা নষ্ট হয়ে যাবে। তবে এতটূকু বলতে পারি, ছবি শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ বুঝতেই পারবেনা ছবির আসল রহস্য।
পোস্টমার্টেমঃ কিছুই বুঝা না গেলেও বুঝা গেলো উনি একজন খাটি তৈলবিদ! যার কাছে কিনা সব কিছুই অসাধারন লাগে! তুগোলক খানের উচিৎ ওরে এইরকম পোস্ট বাবদ নগদে টেকা দেয়া।

রিভিউ ২-
রিভিউদাতা- নায়ক মারকাট খানের ভক্ত (উনি আবার নিজেকে চলচিত্র বিশেষজ্ঞ দাবি করেন)
রিভিউ- "আমি তোমার কে" মুভিটা দেখতে বলসাম সেইদিন। নামের মাঝেই পুরো কাহিনী আছে, মুভি দেখার পর মনে সেটাই মনে হল। এরচেয়ে ঐ ২ ঘন্টা ঘুমালে আরো ভালো হত। আমার মতে ছবির রেটিং হওয়া উচিৎ ৫ কিংবা ৬! কাহিনী গতানুগতিক প্রেম কাহিনী, তেমন আনকমন কিছু পেলাম না, যেমনটা মারকাট খানের "তোর বাপের নাম ভুলাইয়া দিমু" ছবিতে দেখা গিয়েছিল। কাহিনীতে সাস্পেন্স বা টার্নিং নাই তেমন, একই তালে ছবির শুরু ও শেষ। আর নায়কের অভিনয় দেখে মাঝে মাঝে মনে হল, নায়ক নয় যেন কোনো আনকোরা নতুন মুখের ছবি দেখছি- পরোই এক্সপ্রেশানলেস! ছবিতে কাজ করার আগে উনার উচিৎ ছিল আরো বেশি রিহারসেল করা। তাই, সবার কাছে অনুরোধ ছবিটা দেখার আগে আরেকবার ভেবে নিবেন দেখবেন কিনা! আসুন ভালো ছবিকে উৎসাহিত করি, স্ক্রাব ছবিগুলোকে বর্জন করি।
পোস্টমার্টেমঃ এই রিভিউ দেখে যে কারোই মুভি দেখার আগ্রহ হারিয়ে যাবে! চান্সে উনি আবার নিজের প্রিয় নায়কের মুভির বিজ্ঞাপন দেয়াতে উনাকে কিছুটা চিনাও হয়ে গেলো! হা হা

রিভিউ ৩-
রিভিউদাতা- উদারপন্থি (এক কথায় লুল)

রিভিউ- প্রতিদিন কোনো না কোনো ছবি না দেখলে আমার ঘুম হয় না। গতকাল দেখলাম সদ্য মুক্তিপ্রাপ্ত ছবি "আমি তোমার কে", ছবির দৃশ্যায়ন অনেক ভালো। কাহিনী মোটামুটি। তবে সবার থেকে ভালো লেগেছে নায়িকা কতবেল আর তার বোন হিসাবে অভিনয় করা নবাগত অভিনেত্রী বেলুম্ব এর অভিনয়। এক কথায় অসাধারন। বেলুম্বকে দেখে মনেই হয়নি এটাই তার প্রথম ছবি। ছোট্ট পরিসরে নিজের সবটুকু মেধা ঢেলে দিয়েছেন ন্যাচারালি। নাচের কোরিওগ্রাফির কাজটাও অনেক ভালো ছিল। সুইমিংফুলের এক্সপ্রেশানটাতো মারাত্মক লেগেছিল আমার কাছে! আর কিছু বলব না, বললে আপনাদের মুভি দেখার মজা নষ্ট হয়ে যাবে। আমার রেটিং এই মুভির জন্য ১০ এর মাঝে ৭ প্লাস ১ অনলি ফর বেলুম্ব এন্ড কতবেল।
পোস্টমার্টেমঃ আর কিছু বুঝার বাকি আছে? উল্লেখ্য এই ছবির আইটেম গানের মাঝে একটু খোলামেলা নেচেছেন বেলুম্ব, যার অভিনয় মোটে ১০ মিনিট (মাঝে আইটেম গানের ৫ মিনিট), আর নায়িকার কাজ কিছু রোমান্স ছাড়া আর দেখা যায়নি! তাই এই রিভিউ দেখে আপনি মুভিটা দেখবেন কিনা, দেখলেও কি হিসাবে দেখবেন বুঝে নিন।

রিভিউ ৪
রিভিউদাতা- ঘনসমালোচক (আঁতেল সম্প্রদায় ভুক্ত)
রিভিউ- আজকালের মুভিগুলো অনেকটা একই ক্যাটাগরির। মজা পাইনা তেমন। তবুও নতুন মুভি, দেখার জন্য দেখা আর কি! ছবির গল্পটা ভালো, তবে স্প্যানিশ ছবি "হুনুলুলু" এর কাহিনীর হুবাহুব নকল। ৩ বছর আগে হুনুলুলু দেখেছিলাম, আজ দেখলাম "আমি তোমার কে"- পার্থক্য শুধু অভিনেতা-অভিনেত্রী আর কিছু গানের সংযোজন। যতদুর মনে পড়ে তামিল ছবি "কিম্বাবা" আর হলিউডি মুভি "আই ইউ ইউ" মুভির কাহিনীও অনেকটা একি রকমের। নায়ক হিসাবে "রিও মিও" এর অভিনয়ের কাছাকাছি পর্যায়ে যেতে পারেননি ভুগোলক খান। সত্যিকার অর্থে নিজের ইমেজ থেকে বের না হয়ে চরিত্রের মাঝে ঢুকে অভিনয় করলে যা হয় আর কি! অভিনেত্রি হিসাবে কতবেল চেষ্টা করেছেন অনেক, কিন্তু তার পরিসর কম। গানের কথা বলতে গেলে সেটা আজকালের ককটেল ধাচের, মৌলিক কিছু পাইনি। "তুই বাড়ি গেলে" গানের সুর লংকান মুভি "ছিড়াবিড়া" এর "গুল গুল" গানের সাথে হুবাহুব মিলে যায়! বাজেট ও দর্শকদের এতদিনের চাহিদার বিপরিতে এমন ছবি আশা করি নাই। তবে চলে, আপাত বিনোদনের জন্য দেখতে পারেন। তবে রিয়েলিটি চাইলে আগে "হুনুলুলু" একবার দেখবেন, এটাই আমার রিকোয়েস্ট!
পোস্টমার্টেমঃ ও ভাই! মাথা ঘুরায়, একটুর জন্য অফ যান! মাথায় পানি ঢাইলা আসি।

সবার শেষে আমার রিভিউঃ "আমি তোমার কে" মুভিটা অনলাইনে গুগল মামুরে জিগাইয়া কয়েকটা সাইটে পাইলাম। ইউটিউভেও দেখি আছে! টাইনা টাইনা আড়াই ঘন্টার ছবি ৩০ মিনিটে শেষ দিলাম। বহুত মজাক পাইলাম। বিশেষ কইরা নায়কের "আমি কি হনু রে" ডায়ালগটা! যাউগগা, ফেবুতে কয়েকদিন এই ডায়ালগ চালান যাইব।


সবিশেষ পোস্টমার্টেমঃ হুদা হুদা টেকা খরচ আর সময় নষ্ট না কইরা অনলাইনে টাইনা টাইনা মুভিটা দেখেন সব রিভিউ-টিভিউ বাদ দিয়া। এত এত রিভিউয়ের দরকার কি? দেখবার মন চাইলে দেইখা ফালান, আর মন না চাইলে ঘুমান।
