"রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দিব। তবুও এই বাংলার মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ"
বাঙালী জাতির গর্ব বঙ্গবন্ধুর সেই বিখ্যাত ভাষন।
আর তার সুযোগ্য কন্যা বাবার নামে বাবার সেই বানীকে বদলে ফেলেছে বাবার দোহাই দিয়ে,
"রক্ত যখন নিয়েছি, রক্ত আরো নিবো। তবুও এই বাংলার মানুষের রক্তের বিনিময়ে আমার বাবার নাম প্রতিষ্ঠত করে ছাড়বো। (ইনশাল্লাহ নাই, কারন উনি ধর্ম নিরেপেক্ষ!)
মাননীয় প্রধানমন্ত্রী, যার নাম মানুষের মনে রাখার তা কেউ কোন দিন পারবেনা ভুলিয়ে দিতে, আর যার ভুলে যাওয়ার, তাকে অনেক জোর করেও পারবেননা তা মনে করাতে। নাম থাকে হৃদয়ের মাঝে, এবং সেইখানেই তা সুন্দর। কেন বিমানবন্দর বানিয়ে, নাম পরিবর্তন করে বার বার তাকে প্রশ্নবিদ্ধ করছেন?
আপনার কি মনে হয়, লাখো মানুষের রক্তের বিনিময়ে, অন্নের বিনিময়ে কোটি কোটি টাকা খরচ করে বিমানবন্দর বানিয়ে আপনার বাবার নাম দিলে মানুষ তাকে বেশি বেশি মনে রাখবে, আর উনি স্বর্গে যাবেন?
বঙ্গবন্ধু আজ বেঁচে থাকলে কি তিনি তা চাইতেন? অন্তত আমার তো মনে হয়, যিনি গনমানুষের কথা বলেন, গন মানুষের জন্য কাজ করেন, তিনি তা মোটেও করতেননা।
আমরা যেখানে আজকের সমস্যা সমাধান করতে পারছিনা, দুমুঠো খেতে পারছিনা, সেইখানে ২০ বছর পরের সমস্যা সমাধানের জন্য এখন টাকা ফেলে, ফসলি জমি নষ্ট করে এই বিমানবন্দর কি এতই দরকারি? ২০ বছর পরের সমস্যা ২০ বছরের পরের সরকারের জন্য ছেড়ে দিননা, অন্তত এই ২০ বছর সেই জমির ফসল দিয়ে লাখো মানুষ দুবেলা নিজের দুমুঠো খাবার জোটাক। কেন নিজের ভোট নিজেই নষ্ট করছেন অন্যলোকের কথা শুনে?
প্লিজ প্লিজ আর রক্ত ঝরাবেননা। পারলে দুমুঠো খাবারের ব্যবস্থা করুন তাদের জন্য, তারা মন ভরে দোয়া করবে আপনার জন্য।