ঢাকায় কি ২৪ ঘন্টায় ১ দিন নাকি ১৯ ঘন্টায়?
সৈয়দ সানাম সাকিব
ঢাকার মানুষের জন্য ২৪ ঘন্টায় ১ দিন বলা টা ঠিক হবে বলে মনে করি না। কারো যদি অমত থেকে থাকে তাহলে তাদের বলছি , আমরা সত্যি সত্যি বলতে পারি যে, ঢাকার মানুষ এর জন্য ১৯ ঘন্টায় এক দিন। আরেকটু অন্যভাবে বলতে পারি, বিভিন্ন লম্বা ছুটিতে আমাদের শহর ২৪ ঘন্টায় একদিন হয় যখন ঢাকার মানুষ বাড়িতে চলে যায়। বাকী সময় ১৯ ঘন্টায় ১ দিন। আপনাদের মনে হয় কোন বিষয় নিয়ে বলছি তা আর ভেঙ্গে বুঝিয়ে দিতে হবে না। হ্যা , আমি যানজট এর কথাই বলছি। ঢাকায় ১৯ ঘন্টায় একদিন যে জন্য বলছি তার কারণ হল, কোনো কাজে আমরা যদি বের হই তাহলে আমদের যেখানে ১ ঘন্টা লাগার কথা সেখানে ২ ঘন্টা লাগে। সকাল ৮ টা থেকে শুরু করে রাত ১০ টা পর্যন্ত আমাদের এই প্রিয় শহরে যে অসহনীয় যানজট থাকে তা আমাদের ১৪ ঘন্টা কে ৭ ঘন্টাতে রুপান্তর করে। সকাল ৮ টা থেকে সুরু করে রাত ১০ টা পর্যন্ত হিসেব করলে ১৪ ঘন্টা হয়। আর এই সময় টা তে আমরা ১৪ এর পরিবর্তে ৭ ঘন্টা পাচ্ছি। আমাদের যে কাজে ২ ঘন্টা ব্যয় করতে চাই সেখানে ৪ ঘন্টা ব্যয় করতে হচ্ছে, ৫ ঘন্টার কাজে ১০ ঘন্টা। এভাবে আমাদের দিন ২৪ ঘন্টা থেকে যেভাবে ১৯ ঘন্টা তে নেমে এসেছে সেভাবেই আমাদের ঢাকাতে বসবাসরত মানুষের আয়ূ ও হিসেব করলে ৬০ থেকে ৪০ এ নেমে এসেছে। আমাদের ৬০ বছর জীবনে আমরা যা অর্জন করছি তা আসলে ৪০ বছরেই করা সম্ভব হোত যদি ১৯ ঘন্টার বদলে ২৪ ঘন্টা পেতাম। ৩ ভাগের ১ ভাগ অর্জন কমে যাচ্ছে আমদের জীবন থেকে। কিন্তু শুধুই আমাদের ,মানে সাধারন মানুষের। যারা দেশের বড় বড় মাথা আছেন, ছিলেন,থাকবেন তাদের এই তালিকাতে আনতে জাবেন না । তাঁরা আমাদের কষ্ট কি করে জানবেন? তাদের তো ২৪ ঘন্টা তে ১ দিন ধরা হয়। যে ভাবে চলছে তাতে আগামিতে ১৯ থেকে নেমে কত তে দাড়াবে সেই ভয় করছি। একদিন আমাদের রাস্তায় সব কিছু স্থির হয়ে যাবে নাতো?
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:৪২