মানব জমিন
রবিবার, ০৬ অক্টোবর ২০১৩
মানবজমিন ডেস্ক: নিউ এজ সম্পাদক নূরুল কবির এবং তার পরিবাদেরর সদস্যদেরকে অজ্ঞাত ব্যক্তির হুমকির ঘটনায় শনিবার নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট জনেরা। গত ৩রা অক্টোবর অজ্ঞাত এক ব্যক্তি টেলিফোনে নূরুল কবির এবং তার পরিবারকে হুমকি দেয়। নিজেকে শাহাদাত নামের তালিকাভুক্ত সন্তাসী দাবী করে সে নিউ এজ সম্পাদকের স্ত্রী ফৌজিয়া সুলতানার কাছে চাদা দাবী করে এবং নূরুল কবিরকে টকশো অনুষ্ঠানে কঠোর সমালোচনা থেকে বিরত থাকার নির্দেশ দেয়। এ ঘটনায় দেশের ৫০জন সুধী ব্যক্তি শিক্ষাবিদ, লেখক, মানবাধিকারকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদ এক যৌথ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। এদের মধ্যে রয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরি, কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, ফটোগ্রাফার এবং দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম, কলামনিস্ট রেহনুমা আহমেদ, নাট্য নির্মাতা মামুনুর রশিদ, নিজেরা করির পরিচালক খুশি কবির, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. গীতি আরা নাসরিন এবং তানজিমুদ্দিন খান, জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়ের শিক্ষক নাসিম আখতার হোসাইন, এনামুল হক খান, মোজাম্মেল হক, এটিএম আতিকুর রহমান, নঈম সুলতান, খালেদ হোসাইন, আরিফা সুলতানা, সীমা হক, সোমা মুমতাজ ও রায়হান রাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢালি আল মামুন, গ্রামীণ শ্রমিক ঐক্য ফোরামের প্রেসিডেন্ট মুশরেফা মিশু, ফটোগ্রাফার তসলিমা আক্তার, সংস্কৃতি কর্মী বন্যা মির্জা, গবেষক সাদিয়া গুলরুখসহ আরো অনেকে। বিবৃতিতে তারা বলেছেন এ হুমকি সংবিধানে বর্ণিত নাগরিক অধিকার এবং বাক স্বাধীনতার ওপর একটি বড় ধরনের আঘাত। তারা বলেছেন নূরুল কবিরের মত স্পষ্টভাষী, জনপ্রিয় এবং বিজ্ঞ বিশ্লেষকের ওপর এ ধরণের হুমকিতে প্রতীয়মান হয় বাংলাদেশে মুক্তচিন্তা করা কতটা কঠিন। একে তারা সংবাদপত্রের স্বাাধীনতার ওপরও হুমকি বলে উল্লেখ করেছেন। এ ব্যাপারে অনতিবিলম্বে তদন্তের দাবী জানিয়ে হুমকিদাতাকে বিচারের সম্মুখিন করতে তারা সরকারের প্রতি আহবান জানান। সেই সঙ্গে তারা হুমকির পর নূরুল কবির ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেও দাবি জানিয়েছেন।
রবিবার, ০৬ অক্টোবর ২০১৩
মানবজমিন ডেস্ক: নিউ এজ সম্পাদক নূরুল কবির এবং তার পরিবাদেরর সদস্যদেরকে অজ্ঞাত ব্যক্তির হুমকির ঘটনায় শনিবার নিন্দা এবং উদ্বেগ প্রকাশ করেছেন দেশের বিশিষ্ট জনেরা। গত ৩রা অক্টোবর অজ্ঞাত এক ব্যক্তি টেলিফোনে নূরুল কবির এবং তার পরিবারকে হুমকি দেয়। নিজেকে শাহাদাত নামের তালিকাভুক্ত সন্তাসী দাবী করে সে নিউ এজ সম্পাদকের স্ত্রী ফৌজিয়া সুলতানার কাছে চাদা দাবী করে এবং নূরুল কবিরকে টকশো অনুষ্ঠানে কঠোর সমালোচনা থেকে বিরত থাকার নির্দেশ দেয়। এ ঘটনায় দেশের ৫০জন সুধী ব্যক্তি শিক্ষাবিদ, লেখক, মানবাধিকারকর্মী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং রাজনীতিবিদ এক যৌথ বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করেছেন। এদের মধ্যে রয়েছেন অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরি, কলামনিস্ট সৈয়দ আবুল মকসুদ, অর্থনীতিবিদ আনু মুহাম্মদ, ফটোগ্রাফার এবং দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহীদুল আলম, কলামনিস্ট রেহনুমা আহমেদ, নাট্য নির্মাতা মামুনুর রশিদ, নিজেরা করির পরিচালক খুশি কবির, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. গীতি আরা নাসরিন এবং তানজিমুদ্দিন খান, জাহাঙ্গীরনগর বিশ্বাবিদ্যালয়ের শিক্ষক নাসিম আখতার হোসাইন, এনামুল হক খান, মোজাম্মেল হক, এটিএম আতিকুর রহমান, নঈম সুলতান, খালেদ হোসাইন, আরিফা সুলতানা, সীমা হক, সোমা মুমতাজ ও রায়হান রাইন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ঢালি আল মামুন, গ্রামীণ শ্রমিক ঐক্য ফোরামের প্রেসিডেন্ট মুশরেফা মিশু, ফটোগ্রাফার তসলিমা আক্তার, সংস্কৃতি কর্মী বন্যা মির্জা, গবেষক সাদিয়া গুলরুখসহ আরো অনেকে। বিবৃতিতে তারা বলেছেন এ হুমকি সংবিধানে বর্ণিত নাগরিক অধিকার এবং বাক স্বাধীনতার ওপর একটি বড় ধরনের আঘাত। তারা বলেছেন নূরুল কবিরের মত স্পষ্টভাষী, জনপ্রিয় এবং বিজ্ঞ বিশ্লেষকের ওপর এ ধরণের হুমকিতে প্রতীয়মান হয় বাংলাদেশে মুক্তচিন্তা করা কতটা কঠিন। একে তারা সংবাদপত্রের স্বাাধীনতার ওপরও হুমকি বলে উল্লেখ করেছেন। এ ব্যাপারে অনতিবিলম্বে তদন্তের দাবী জানিয়ে হুমকিদাতাকে বিচারের সম্মুখিন করতে তারা সরকারের প্রতি আহবান জানান। সেই সঙ্গে তারা হুমকির পর নূরুল কবির ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেও দাবি জানিয়েছেন।
১. ০৬ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০০ ০
এই সরকারের একজন উপযুক্ত অনুরাগী সন্তাসী শাহাদতকে পরের টকশোগুলোতে সুযোগ দেয়ার জন্য টিভিমিডিয়ার প্রতি আহবান জানাচ্ছি।