আজ বিশিষ্ট ব্লগার নাফিস ইফতেখার এর জন্মবার্ষিকী। চার বছর আগে নিজের জন্মদিনে নিজেই একটা পোষ্ট দিয়েছিলেন তিনি। এইবার আসেন তার জন্মরাত-দিনে আমরা সবাই তাকে উইশ করি এবং তার সম্পর্কে কিছু তথ্য জানি।
প্রথমেই একটা ছবি। এইটা তার ছোটবেলার ফটো। বেশীরভাগ ছেলেদেরই ছোটবেলার ফটো কিঞ্চিৎ অশ্লীল থাকে। তাই এটাকে এভাবে দেওয়া হলো
আরেকটি :
দেখছেন কত্ত খুশী। সেন্সরড করে দেওয়া হইসে তো তাই, না হলে দাঁত সব মুখের ভিতরেই থাকতো।
অনেক হলো তার ছোট বেলার ছবি দেখে হাসাহাসি। এখন আসেন সবাই মিলে তারে উইশ করি।
উইশ করা শেষ। এইবার আসেন কেক খাই...
সব কেক শেষ করে ফেলেন না। এইটা তারও অনেক পছন্দের কেক। তার জন্যও একটু রাখেন।
কেক তো খাইলেন মজা করে, গিফট দিতে হবে না??? যান যান গিফট নিয়ে মন্তব্য করতে আসেন সবাই।
এইবেলা আমি একটা গিফট দেই
.............. না থাক। তার সাথে দেখা হলেই গিফট দেব।
এইবার আসেন তার সম্পর্কে কিছু তথ্য জানি।
ব্লগ কাঁপানো এই বিশিষ্ট ব্লগার নিজেই কেঁপে উঠেন মেঘলা আকাশের বজ্রপাতের আওয়াজে। অথচ বৃষ্টি তার খুব পছন্দ। বৃষ্টি সম্পর্কিত সবই তার পছন্দ। বৃষ্টির গান শুনতে পছন্দ করেন, ছবি দেখতে পছন্দ করেন। এই বৃষ্টি কিন্তু কোন মেয়ে না। এইটা হলো আষাঢ়-শ্রাবণের বৃষ্টি।
তাকে যদি সারাদিন ফিজিক্স পড়তে দিয়ে বসায়ে দেওয়া হয় তাহলে মনে হয় বাকী দুনিয়ার কথা নাফিস ইফতেখারের মনেও থাকবে না।
মডার্ণ ফিজিক্স তার সব থেকে পছন্দের বিষয়। নতুন আবিষ্কারের কথা পাই টু পাই তার নখদর্পণে থাকে। নিজেকে আবিষ্কারকও মনে করেন তিনি।
করবেন নাই বা কেন! ছোট বেলায় কত কিসিমের অঘটন ঘটিয়েছেন এই আবিষ্কারের নেশায়। একবার ম্যাগ্নিফাইং গ্লাস দিয়ে সূর্যের রশ্মি নিয়ে গবেষণা করতে গিয়ে কোথায় জানি আগুন ধরিয়ে ফেলেছিলেন। মনে হয় হাতের কাগজে, কিংবা গায়ের জামা তে।
আরেকবার তো ঘরের কাগজপাতি এক জায়গায় জড়ো করে রীতিমত ম্যাচ দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিলেন। দাউ দাউ আগুন জ্বালিয়ে তার সে কি আনন্দ। ইয়েয়েয়েয়ে….. আমি আগুন ধরাতে পারি।
তখন বয়স খুবই কম। নতুন কিছু করতে পেরে তাই মহা খুশী। জানেও না কি অকাজ করে ফেলেছে। ঘরে এমন ধারার আগুন দিয়ে ফেলায় বাড়ির মানুষের পরবর্তী রি-একশ্যান কি হয়েছিল তা আর জানা যায়নি। :-&
আরেকবার অন্যমনষ্কভাবে টেপরেকর্ডারের প্লাগ মুখে দিয়ে রাম শক খেয়েছিলেন। :-&
এই ছিল বিশিষ্ট ব্লগারের ছোট বেলার কিছু কান্ড কীর্তি।
বড়বেলার কীর্তিও আছে কিছু। অবশ্য সেগুলো বড়বেলার মত।
সেইগুলো আর না বলি। তার জন্ম দিবসে আরেকবার তাকে শুভেচ্ছা।
তার জন্য শুভকামনা।
সে যেন আমাদের কে আরো ভাল ভাল কিছু লেখা উপহার দিয়ে ভরিয়ে রাখে।
আমিন।
যাবার আগে এই বিশিষ্ট ব্লগারকে যারা দেখেন নাই তাদের জন্য তার একটা বড়বেলার ছবি।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১:৩৩