গান গেয়ে বিয়ে
একটি গানের আকুতি মানুষকে ঠিক কতোটুকু প্রভাবিত করে জলজ্যান্ত প্রমাণ টি ডব্লিউ সৈনিকের গাওয়া তুমি আমার ঘুম তবু তোমার নিয়ে স্বপ্ন দেখি না গানটি। এ গানকে কেন্দ্র করেই মিডিয়ার খুব প্রিয় দুই মুখ শেষপর্যন্ত বিয়ের পিঁড়িতে বসেছেন। টপ সিক্রেট বলে একটি ব্যাপার আছে তাই হয়তো সৈনিক মিডিয়ার প্রিয় সেই দুই মুখের নাম পাঠকদের জানাতে রাজি হননি। তবে মাঝে মধ্যে প্রিয়তা আর ভালোবাসার হাতছানি হার মানায় ফরমালিটির মতো গুরুত্বপূর্ণ বিষয়ও। হয়তোবা সেই এক্সট্রা খাতিরেই নিঃসংকোচে সেই প্রিয় দুই অভিনেতা-অভিনেত্রী পুরো বিষয়টি জানিয়েছেন টি ডব্লিউ সৈনিককে। একদিন নেটে চ্যাট করতে করতে প্রিয় সেই অভিনেত্রী, অভিনেতাকে চ্যাট করে লিখলেন তুমি আমার ঘুম তবু তোমায় নিয়ে স্বপ্ন দেখি না। পরক্ষণেই প্রিয় সেই অভিনেতা লিখলেন তুমি আমার সুখ তবু তোমায় নিয়ে ঘর বাঁধি না। এরপরই অভিনেত্রীর মনে প্রশ্ন জাগলো এ গান। এই লোকটি জানলো কিভাবে। কারণ সে সময় টি ডব্লিউ সৈনিকের অ্যালবামটি বাজারেই আসেনি। সৈনিক বিভিন্ন সময় শুটিংয়ের ফাঁকে গানটি গেয়েছেন। মিডিয়ার লোক ছাড়া এ গান কারো জানার কথা না। সেই থেকে শুরু।
মজার অভিজ্ঞতা
মজার অভিজ্ঞতা বলতে গিয়ে বেশ তালগোল পাকিয়ে ফেলছিলেন এ গায়ক। তার মধ্য থেকে যাচাই-বাছাই পদ দিয়ে হুট করে বলে উঠলেন ও মনে পড়েছে, কিছুদিন আগে আমরা রঙ নামের একটি টেলিফিল্মের শুটিং করার জন্য চট্টগ্রাম ইউনিভার্সিটিতে যাই। শহর থেকে ভার্সিটিতে যাওয়ার পথে ট্রেনের যে বগিতে আমরা বসেছিলাম তার পাশের বগিতেই বেশ কয়েকজন ভার্সিটির স্টুডেন্ট ছিল। ট্রেনের যাত্রার শুরুর থেকেই তারা আমাদের বেশ ডিস্টার্ব করছিল। অর্ধেক রাস্তায় যাওয়ার পর ওদের ডিস্টার্ব তিন-চার গুণ বেড়ে গেল। অবশেষে ত্যক্ত-বিরক্ত হয়ে পরিচালক আমাকে উদ্দেশ্য করে বললেন, সৈনিক ভাই কিছু একটা করেন। একথা বলতেই পাশের বগি থেকে একটি ছেলে লাফ দিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে বললো, আপনি সিঙ্গার টি ডব্লিউ সৈনিক না। আমিও ওদের ওপর খুব বিরক্ত ছিলাম। তাই আমিও বেশ রাগ করেই বললাম হ্যাঁ, আমি টি ডব্লিউ সৈনিক, তাতে কি হয়েছে। তখনি ছেলেটি আমাকে আরো চেপে ধরে বললো, পাইছিরে পাইছি, তুমি আমার ঘুম গানের টি ডব্লিউ সৈনিককে পাইছি। এরপর পুরো রাস্তায় ওরা আমাদের খুব সাহায্য করেছে। আমি ওদের গান শুনিয়েছি। আমরা সেদিন চট্টগ্রাম ভার্সিটিতে অনেক রাত পর্যন্ত শুটিং করেছি। আমরা যতক্ষণ ছিলাম ওরাও আমাদের সঙ্গে ঠিক ততক্ষণ ছিল। রাতে আমাদের খাবার এনে খাইয়েছে। আর সবকিছুতেই বেশ সাহায্য করেছে। আর আরেকটি ঘটনা ঢাকা ভার্সিটির একটি মেয়ে আমাকে প্রায়ই ফোন করে বলে, বলেন গানটি আপনি আমাকে ভেবে গাইছেন, শুধু আমাকে ভেবে, আমি যতোই তাকে বলি গানটি আপনাদের জন্যই। সে ততোই বলে, না আপনি আমার জন্য গাইছেন।
আগামীর ভাবনা
এ বছর সিটিসেল চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ড বিজয়ী টি ডবিøউ সৈনিকের দ্বিতীয় অ্যালবামটি আসবে আগামী কোরবানির ঈদে। যথারীতি এবারো অভিনেতা সোহেল আরমান একটি গান দিয়েছেন, তবে এবার আর একে নয় এ সংখ্যাটা দু' কিংবা তিন-এ দীর্ঘ হতে পারে। জুলফিকার রাসেল বেশ কয়েকটি গান দিয়েছেন। নতুন এ অ্যালবামের গানের কম্পোজিশন করার কথা আছে। বাপ্পা মজুমদার, এস আই টুটুল ও ইবরার টিপুর। এর মধ্যে বাপ্পা মজুমদার চার-পাঁচটি গানের কম্পোজিশন শেষ করেছেন।
( প্রথম পর্বের লংক--http://www.somewhereinblog.net/blog/sadeksamiblog/28872279)
"তুমি আমার ঘুম, তবু তোমায় নিয়ে স্বপ্ন দোখিনা"...গায়ক টি ডব্লিউ সৈনিকের অজানা কথা ( শেষ পর্ব)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৪টি মন্তব্য ৩টি উত্তর


আলোচিত ব্লগ
জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শ্লোগান কোলাজঃ
জুলাইয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে শ্লোগান কোলাজঃ
* ‘তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে কে বলেছে, স্বৈরাচার স্বৈরাচার’
* ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর।’
* ‘নাটক কম করো... ...বাকিটুকু পড়ুন
আসসালামু আলাইকুম। ইদ মোবারক।
ঈদ এখন এক নিরানন্দময় উপলক্ষ্য।
কিতাবে আছে ধনী-গরীব অবিভাজনের কথা বরং এদিন আরো প্রকটতা নিয়ে প্রস্ফুটিত হয় বিভেদরেখা কেননা আমরা আমাদের রাষ্ট্র- সমাজব্যবস্থা ও জনগণকে সেভাবে দিয়েছি ঘিয়ে... ...বাকিটুকু পড়ুন
ঈদের শুভেচ্ছা: দূর থেকে হৃদয়ের কাছ
আসসালামু আলাইকুম, আজ ঈদের দিন। চারদিকে উৎসবের আমেজ, হাসি-খুশি, নতুন জামা আর মিষ্টি মুখের আদান-প্রদান। আমি ইউরোপে আমার পরিবারের সাথে এই আনন্দের মুহূর্ত কাটাচ্ছি। কিন্তু আমার হৃদয়ের একটা কোণে একটা ফাঁকা... ...বাকিটুকু পড়ুন
ও মোর রমজানেরও রোজার শেষে......
বাংলা গানের ভাণ্ডারে কাজী নজরুল ইসলাম এক অনন্য নাম। তিনি বাংলা সাহিত্যে ইসলামী সংগীতের এক শক্তিশালী ধারা তৈরি করেছেন। তারই লেখা কালজয়ী গজল "ও মোর রমজানেরও রোজার শেষে এলো... ...বাকিটুকু পড়ুন
সেই যে আমার নানা রঙের ঈদগুলি ......
পেছনে ফিরে তাকালে আমি সবার প্রথমে যে ঈদটার কথা স্মরন করতে পারি সেই ঈদটায় আমি পরেছিলাম আমব্রেলা কাট নীলচে বলবল রং একটা জামা এবং জামাটা বানিয়ে দিয়েছিলেন আমার মা... ...বাকিটুকু পড়ুন