উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-১)
উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-২)
উইকিপিডিয়াতে লেখা সাজাবার সহজ উপায়-(পর্ব-৩)
এর পর থেকে-
৭. তথ্যসূত্র যোগ করা
কি এবং কেন প্রয়োজন?:
কোন নিবন্ধের গ্রহণযোগ্যতা বাড়াবার জন্য এবং তার সত্যতা যাচাইয়ের উদ্দেশ্যে নিবন্ধে প্রদত্ত তথ্যগুলির পাশে এর উৎস বা তথ্যসূত্র যোগ করা প্রয়োজন। তথ্যসূত্রে যে সব তথ্য থাকে, তা হল- তথ্যের উৎস যদি কোন বই হয়, তবে বইটির নাম, লেখকের নাম, সংস্করণ সংখ্যা, প্রকাশের সাল, প্রকাশক, ISBN নম্বর আর যদি কোন তথ্যের উৎস ওয়েব সাইট হয়, তবে তার তথ্যবাহী পাতাটির ওয়েব অ্যাড্রেস।
যেভাবে যোগ করবেন:
যে তথ্যবাহী বাক্যের শেষে লিখুন
Click This Link
যেমন-সত্যজিৎ রায় নামের উইকিনিবন্ধের একটি বাক্যে নিম্নোক্ত ভাবে তথ্যসূত্র দেওয়া হয়েছে।
Click This Link
আরও এক ভাবে তথ্যসূত্র যোগ করা। ফরম্যাট টি হল—
Click This Link
এমনি একটি তথ্যসূত্র সত্যজিৎ রায়ের নিবন্ধে যে ভাবে দেওয়া আছে তা হল---
Click This Link
এর ফলে নিবন্ধে পাতায় তথ্যবাহী বাক্যের পাশে তৃতীয় বন্ধনী দিয়ে ঘেরা একটি সংখ্যা দেখা যাবে আর নিবন্ধ তথ্যসূত্র শিরোনামের নিচে তালিকা আকারে তথ্যসূত্র পর্যায়ক্রমে দেওয়া থাকবে। যেমন-
Click This Link
হাতে কলমে শিখুন
খেলাঘর পাতায় যান। এবার “সম্পাদনা করুন” বোতামটি চাপুন। নিচের বাক্যগুলোর শেষে তথ্যসূত্র যোগ করার চেষ্টা করুন। সব শেষে “প্রাকদর্শণ” বোতামটি চেপে আপনার কাজের ফলাফল দেখুন।
অপরাজিত ভেনিসে গোল্ডেন লায়ন পুরস্কার জেতে। অপু ত্রয়ী শেষ করার আগে সত্যজিৎ আরও দুটি চলচ্চিত্র নির্মাণ সমাপ্ত করেন। প্রথমটি ছিল পরশ পাথর নামের একটি হাস্যরসাত্মক ছবি। আর পরেরটি ছিল জমিদারী প্রথার অবক্ষয়ের ওপর নির্মিত জলসাঘর, যেটিকে তাঁর অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে গণ্য করা হয়।
এই বাক্যের শেষে নিচের তথ্যগুলি তথ্যসূত্র আকারে যোগ করুন।
name="malcolm1"
cite web
| author = Malcolm D
| publisher = guardian.co.uk |
url=http://film.guardian.co.uk/Century_Of_Films/Story/0,,36064,00.html
| title=Satyajit Ray: The Music Room | accessdate=2006-06-19
একটা কথা বলে রাখি, এই পোস্ট পড়ে সাথে সাথে হাতে কলমে কাজ করে দেখলে বিষয়গুলো অনেক সহজ হয়ে যাবে। তা না হলে একে দূর্বোধ্যও মনে হতে পারে। সুতরাং শুধু শুধু সময় নষ্ট না করে খেলাঘর পাতায় গিয়ে বিষয়গুলো একবার করে যাচাই করে আসুন
৮. বিষয়শ্রেণী যোগ করা
কি এবং কেন প্রয়োজন?:
ইন্টারনেটে এত তথ্য জমা আছে যে, তা থেকে ব্যবহারকারীর নিজের প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করা এক বিশাল চ্যালেঞ্জ। উইকিপিডিয়ার মূল উদ্দেশ্য হল তথ্যকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করা। তাই এতে বিভিন্ন ভাবে তথ্য সহজে বাহির করার সুযোগ রয়েছে। আর উইকির দেখভালের দায়িত্ব যেহেতু আপনার আমার মত সাধারন ব্যবহারকারীর, তাই এই সুযোগটি আমাদেরকেই উইকিতে যুক্ত করে দিতে হয়।
উইকিতে একই ধরনের বিষয় নিয়ে লিখিত নিবন্ধগুলিকে একটি বিষয় শ্রেণীর অধীনে সাজিয়ে রাখতে হয়। যেমন ধরুন, বাংলাদেশী বিজ্ঞানীদের নামগুলো “বাংলাদেশী বিজ্ঞানী” শিরোনামের বিষয়শ্রেণীতে রাখা হয় । এর অধীনে বাংলা উইকিতে লিখিত বাংলাদেশী বিজ্ঞানীদের জীবনীগুলো লিংক সহ তালিকা আকারে লিখা থাকবে। যে কোন ব্যবহারকারী সহজেই এই তালিকা থেকে নিজের প্রয়োজনীয় নিবন্ধটি খুঁজে নিতে পারবেন।
এক্ষেত্রে নিয়মনীতির বাধ্যবাধকতার চেয়ে আপনার সৃজনশীলতার উপর নজর দিতে হবে। আপনাকে কোন নিবন্ধ পড়ে বোঝার চেষ্টা করতে হবে, কোন ক্যাটাগরিতে নিবন্ধটিকে যোগ করলে ব্যবহারকারী সহজেই তা খুঁজে পাবেন। এজন্য একজন পাঠকের অবস্থান থেকে নিবন্ধটি আপনাকে পড়তে হবে এবং চিন্তা করতে হবে। এক্ষেত্রে বলা প্রয়োজন, একটি নিবন্ধ প্রয়োজনমত কয়েকটি ক্যাটাগরিতে যুক্ত হতে পারে। যেমন- “সত্যজিৎ রায়” শীর্ষক নিবন্ধটি কতগুলো বিষয়শ্রেণীর সাথে যুক্ত করা হয়েছে তা নিচের ছবিতে দেখুন।
Click This Link
যেভাবে যোগ করবেন:
নিবন্ধের শেষে নিচের ফরম্যাটে কোড টি যোগ করে দিন।
[[Category:যে ক্যাটাগরিতে নিবন্ধটি রাখতে চান, তার নাম]]
যেমন-
যেসব মানুষের জীবনী উইকিতে লিখা হয়েছে, এবং তাদের মধ্যে যাদের জন্ম ১৯২১ সালে হয়েছে, তাদের কে এক ক্যাটাগরিতে সাজানোর জন্য লিখতে হবে-
[[Category: ১৯২১-এ জন্ম]]
যাদের মৃত্যু ১৯৯২ সালে হয়েছে, তাদের কে এক ক্যাটাগরিতে সাজানোর জন্য লিখতে হবে-
[[Category: ১৯৯২-এ মৃত্যু]]
বাঙালি চলচ্চিত্র পরিচালকদের এক ক্যাটাগরিতে আনতে হলে লিখবেন-
[[Category: বাঙালি চলচ্চিত্র পরিচালক]]
বাঙালি লেখকদের এক ক্যাটাগরিতে আনতে হলে লিখবেন-
[[Category: বাঙালি লেখক]]
ইত্যাদি
হাতে কলমে শিখুন-
উপরের ক্যটাগরিগুলো লিখার চেষ্টা করুন।
খেলাঘর পাতায় যান। এবার “সম্পাদনা করুন” বোতামটি চাপুন। উপরের ক্যটাগরিগুলো লিখার চেষ্টা করুন। সব শেষে “প্রাকদর্শণ” বোতামটি চেপে আপনার কাজের ফলাফল দেখুন।
----------------------------------------------------------------------------
সবশেষে একটি কথা, এই ফরম্যাটিং বা লেখা সাজানো কাজটি যদি আপনার কাছে কঠিন বলে মনে হয় (আশা করি হবে না), তবে হতাশ হওয়ার কোন কারণ নেই। আপনি আপনার লেখা কোন ফরম্যাটিং ছাড়াই আপলোড করুন। উইকিপিডিয়ার কর্মী বাহিনী কোন এক সময় আপনার লেখাটি সাজিয়ে দেবে। তবে আপনি স্বনির্ভর হতে চাইলে এই সামান্য কষ্টটুকু স্বীকার করতেই হবে, আর সেটিই সবচেয়ে ভাল হবে।
যেকোন সমস্যয় এখানে মন্তব্য করতে পারেন, আমি যতটুকু পারি সাহায্যের চেষ্টা করব।
---------------------------------------------------------------------
এই সিরিজ লেখার শুরুতে উইকিপিডিয়া সম্পাদনার জন্য যে আট টি গুরুত্বপূর্ণ বিষয়ের কথা উল্লেখ করেছিলাম, সেসবের টিউটোরিয়াল আজ শেষ হল। পরবর্তিতে আরও বিষয় নিয়ে আলোচনার আশা রাখি।
ধৈর্য্য ধরে লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৯ ই এপ্রিল, ২০১০ সকাল ১০:৫৯