
আগের পর্ব এখানে
গ্রুপ-ইঃ
১।নেদারল্যান্ডঃ
২০০৮ সালের ইউরো কোয়ার্টার ফাইনালে আন্ডারডগ রাশিয়ার কাছে হেরে যাওয়া ডাচরা এবারের বিশ্বকাপের অন্যতম ফেভারিট। ডাচদের হোম জার্সি এখনো অফিসিয়ালি রিলিজ না হলেও নাইকির তৈরি করা ঐতিহ্যবাহী কমলা রং’র ডিজাইন ছিল এরকম।

২।ক্যামেরুনঃ
আফ্রিকার অদম্য সিংহরা সাউথ আফ্রিকায় বিশ্বকাপ খেলবে পুমার তৈরি জার্সি পরে। ক্যামেরুন গ্রুপ পর্বে সম্ভাব্য ১৮ পয়েন্টের ভেতর ১৩ পয়েন্ট পেয়ে সাউথ আফ্রিকায় যাচ্ছে।

৩।জাপানঃ
এশিয়ার পরাশক্তি জাপান এডিডাসের তৈরি জার্সি পরবে। গাঢ নীল রং’র এই জার্সিতে রয়েলে পালকের ছাপ, জাপানীজ ফুটবল এসোসিয়েশনের লোগো এবং জাতীয় দলের পতাকা।

৪।ডেনমার্কঃ
১৯৯২ ইউরোর চ্যাম্পিয়ন ডেনমার্কও এডিডাসের তৈরি জার্সি পরে দক্ষিণ আফ্রিকা অভিযানে যাচ্ছে। ডেনিশ ডিনামাইটদের জার্সির রঙ লাল।

গ্রুপ-এফঃ
১।ইটালিঃ
ডিফেণ্ডিং চ্যাম্পিয়নদের জন্য জার্সিটি পুমার তৈরি। ইউরো ২০০৮ এ বিপর্যয়ের পর আজ্জুরি’রা এই বিশ্বকাপের দিকে তাকিয়ে আছে।সমর্থকদের প্রত্যাশামত ইটালির হোম শার্ট ও শর্টস দুটোই নীল রং’র।

২।প্যারাগুয়েঃ
এবারের বিশ্বকাপে গ্রুপ এফ এ ইটালি,নিউজিল্যাণ্ড এবং স্লোভাকিয়ার সঙ্গী প্যারাগুয়ের জন্য জার্সি প্রস্তুতির ভার এডিডাসের। সাদা এবং লাল রঙ এ তৈরি এই জার্সির কলারের পেছনে সিংহ’র ছবির সাথে তিনটি শব্দ খোদাই করা আছে যা সিংহ’র শক্তি, হৃদয় ও থাবাকে নির্দেশ করে।

৩।নিউজিল্যাণ্ডঃ
প্রায় তিন দশকের বিরতির পর বিশ্বকাপের চূড়ান্ত আসরে পা রাখা নিউজিল্যাণ্ডের জার্সির প্রস্তুতকারক প্রতিষ্ঠান নাইকি।২০০৯ সালের কনফেডারেশন্স কাপে ভালো ফুটবল খেলে নিউজিল্যাণ্ড ইতোমধ্যে বেশ সাড়া ফেলেছে।

৪।স্লোভাকিয়াঃ
স্বাধীন জাতি হিসেবে প্রথমবারের মত বিশ্বকাপে অংশ নেওয়া স্লোভাকিয়ার জার্সি তৈরি করছে এডিডাস। এর আগে ফুটবলের বড় কোন আসরে তাদের অংশ নেওয়ার অভিজ্ঞতা ১৯৯৬ সালের ইউরোতে।

গ্রুপ-জিঃ
১।ব্রাজিলঃ
গত বিশ্বকাপে হারিয়ে ফেলা শিরোপা পুনরুদ্ধারে এবার কোমর বেধেঁ নেমেছে ব্রাজিল। গত বছর কনফেডারেশন কাপের শিরোপা জেতা দুঙ্গার আর্মি এবারের আসরেও ফেভারিট। ব্রাজিল জাতীয় ফুটবল দলের জন্য প্রক্রিয়াজাতকৃত প্লাস্টিকের বোতলে তৈরি এবং পরিবেশ বান্ধব এই জার্সি তৈরি করেছে নাইকি যা ২৫ ফেব্রুয়ারী লণ্ডনে প্রকাশ করা হয়। ব্রাজিলের হোম কিটে রয়েছে হলুদ জার্সির সাথে নীল প্যান্ট। জার্সির কলারে এবং পার্শ্বে রয়েছে সবুজ।

২।পর্তুগালঃ
প্লে অফ ভাগ্যে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ঠাঁই পেলেও এই দলটিতে প্রতিভার অভাব নেই। বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনাল্ডোর নেতৃত্বাধীন এই দলটির জন্য লাল ও সবুজে জার্সি তৈরি করেছে নাইকি।

৩।আইভরি কোস্টঃ
এই জার্সি পরে এবারের বিশ্বকাপ খেলবেন দিদিয়ের দ্রগবা, সোলেমান কালু’রা।এলফ্যান্ট’দের জন্য জার্সিটি তৈরি করেছে পুমা।

৪।নর্থ কোরিয়াঃ
এবারের বিশ্বকাপে গ্রুপ অফ ডেথে ব্রাজিল, পর্তুগাল ও আইভরি কোস্টের সঙ্গী নর্থ কোরিয়ার বিশ্বকাপ অভিযানের জার্সি এখনো প্রকাশ করা হয় নি।
গ্রুপ-এইচঃ
১।স্পেনঃ
বর্তমান ইউরোপ সেরা স্পেনিয়ার্ডদের জন্যও জার্সি তৈরি করছে এডিডাস। বিশ্বকাপে এই জার্সি পরে মাঠে ঝড় তুলবেন ফার্নান্দো তোরেস, জাভি হার্নান্দেস, সেস ফ্যাব্রিগাসরা।

২।সুইজারল্যাণ্ডঃ
জার্মানিতে গত বিশ্বকাপে নকআউট পর্বে খেলা সুইজারল্যান্ডের জন্য এই জার্সি তৈরি করেছে পুমা।

৩।চিলিঃ
বাছাইপর্বে সবাইকে চমকে দিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া চিলির বিশ্বকাপ গ্রুপসঙ্গী স্পেন, সুইজারল্যাণ্ড এবং হণ্ডুরাস।তাদের জন্য জার্সি তৈরি করছে ব্রুকস। এখনো পর্যন্ত অফিসিয়ালি চিলির জার্সি প্রকাশ করা হয় নি।
৪।হন্ডুরাসঃ
মাঝে ২৮ বছরের বিরতির পর সাউথ আফ্রিকা বিশ্বকাপের মাধ্যমে আবারো বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ফিরে আসছে হন্ডুরাস। হণ্ডুরাস জাতীয় দলের জন্য জার্সি তৈরি করছে স্প্যানিশ কোম্পানি জোমা।তবে এখনো পর্যন্ত অফিসিয়ালি তা প্রকাশ করা হয় ন।