২০১০ সাউথ আফ্রিকা বিশ্বকাপের দলগুলোর জার্সি, পর্ব-১ (ফুটবল ম্যানিয়াকদের জন্য)
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
আরেকটি ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আর মাত্র সপ্তাহ তিনেকের মাঝে। গোটা বিশ্বের ফুটবল আমুদেরা মেতে উঠেছেন ফুটবল উন্মাদনায়। সামুর ফুটবল ম্যানিয়াকরাও এই উন্মাদনা থেকে বাদ যাবেন কেন? ব্লগ পাতায় তাই ব্রাজিল-আর্জেন্টিনার পক্ষে বিপক্ষে পোস্ট -পাল্টা পোস্ট আসছে। ইতালি,ফ্রান্স,জার্মানির সমর্থকেরাও বসে নেই।
এদিকে বিশ্বকাপে প্রায় সবগুলো দলই মাঠে নামবে নতুন জার্সি গায়ে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ফুটবলের সর্বোচ্চ আসরে কোন দল কোন জার্সি পরছে-
গ্রুপ-এঃ
১। ফ্রান্সঃ
২০০৬ বিশ্বকাপের রানার্স আপ লা ব্লুজ’দের শার্ট তৈরি করেছে জার্মান স্পোর্টস সামগ্রী প্রস্তুতকারক কোম্পানি এডিডাস। ফ্রান্স ফুটবল দল ইতোমধ্যে ২০১০ বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতকৃত এই জার্সি পরে আয়ারল্যান্ডের সাথে বিশ্বকাপ প্লে অফ ম্যাচ খেলেছে যেখানে থিয়েরি হেনরী’র বিতর্কিত সেই “হ্যান্ড অফ গড” গোলের মাধ্যমে তারা দক্ষিন আফ্রিকা বিশ্বকাপের টিকিট পায়।
২।মেক্সিকোঃ
কনক্যাকাফ অঞ্চলে যুক্তরাষ্ট্রের পেছনে থেকে বিশ্বকাপ বাছাইপর্ব শেষ করা মেক্সিকো বিশ্বকাপের ম্যাচগুলো খেলবে এই জার্সি পরে। মেক্সিকো জাতীয় ফুটবল দলের জন্য এডিডাস এই শার্ট তৈরি করেছে ক্লাইম্যাকুল টেকনোলজিতে যাতে থাকছে ৩৬০ ডিগ্রী ভেন্টিলেশন ব্যবস্থা।ফলে এতে থাকছে উৎকৃষ্ট আদ্রতা ব্যবস্থাপনা।
৩।সাউথ আফ্রিকাঃ
২০১০ বিশ্বকাপের স্বাগতিকদের জন্য জার্সি প্রস্তুত করেছে এডিডাস। ক্লাইম্যাকুল ও ফরমেশন টেকনোলজিতে তৈরি এই জার্সি পড়েই বিশ্বকাপ অভিযান শুরু করবে বাফানা বাফানা’রা।
৪।উরুগুয়েঃ
২০০৬ বিশ্বকাপের প্লে অফ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে বাদ পড়া লা সেলেস্তে রা এবারের বাছাইপর্বের প্লে অফ ম্যাচে কোস্টারিকাকে হারাতে ভুল করেনি। এই বিশ্বকাপে তাদের জন্য জার্সি প্রস্তুত করেছে আরেক জার্মান স্পোর্টস সামগ্রী প্রস্তুতকারক কোম্পানি পুমা।
গ্রুপ-বিঃ
১।আর্জেন্টিনাঃ
দুনিয়া জুড়ে লাখো ভক্তদের ফেভারিট আকাশি সাদা শিবির এবার বিশ্বকাপে এসেছে বাছাইপর্বে নিজেদের গ্রুপে চতুর্থ হয়ে।তারপরও কোচ ডিয়েগো ম্যারাডোনাকে ঘিরে সমর্থকদের প্রত্যাশার পারদ উর্দ্ধমুখী হচ্ছে।
এডিডাসের তৈরি করা এই জার্সি পরেই এবারের বিশ্বকাপে মাঠে নামবেন লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, ম্যাক্সি রড্রিগুয়েজ’রা। আর্জেন্টিনার শার্টের দুটি স্টার ১৯৭৮ (স্বাগতিক হিসেবে) ও ১৯৮৬ সালে জয় করা দুটি বিশ্বকাপ শিরোপা নির্দেশ করে। আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ শুরু হচ্ছে ১২ জুন জোহানেসবার্গে নাইজেরিয়ার সাথে ম্যাচ খেলে।
২।গ্রীসঃ
২০০৪ ইউরোর চ্যাম্পিয়ন গ্রীস এবারের সাউথ আফ্রিকা বিশ্বকাপে এসেছে প্লে অফ ম্যাচে ইউক্রেনের হৃদয় ভেঙ্গে দিয়ে।গ্রীস জাতীয় ফুটবল দলের জন্য এই জার্সি প্রস্তুত করেছে এডিডাস। জাতীয় পতাকার সাথে মিল রেখে জার্সিতে সাদার মাঝে আছে নীল।
৩।নাইজেরিয়াঃ
আর্জেন্টিনার মত নাইজেরিয়াও চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে শেষ মুহুর্তে।এবারের বিশ্বকাপে তাদের পরার কথা ছিল এডিডাসের তৈরি এই জার্সিটি।কিন্তু সুপার ঈগল’রা এই জার্সি পড়তে অস্বীকৃতি জানিয়েছে।তাদের জন্যও এখনো পর্যন্ত নতুন জার্সি আসে নি।
৪।সাউথ কোরিয়াঃ
২০০২ বিশ্বকাপের স্বাগতিক সাউথ কোরিয়ানদের জন্য এই জার্সি তৈরি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক স্পোর্টস সাপ্লায়্যার নাইকি।পার্ক জি সুং, লি চুং ইয়ং’রা এবার এই জার্সিতেই মাঠ মাতাবেন।
গ্রুপ-সিঃ
১।ইংল্যান্ডঃ
ফ্যাবিও ক্যাপেলোর ইংল্যান্ড বিশ্বকাপ বাছাইপর্বে মাত্র ১ টি ম্যাচ হেরে বুঝিয়ে দিয়েছে এবারের বিশ্বকাপে তারাও অন্যতম ফেভারিট। আমব্রোর তৈরি এই জার্সি পরে ইংলিশরা বাছাইপর্ব খেলেছে এবং এই একই জার্সি পরে তারা ১৯৬৬র পুনরাবৃত্তি ঘটানোর লক্ষ্যকে সামনে রেখে যাচ্ছে সাউথ আফ্রিকায়।
২।ইউএসএঃ
কনক্যাকাফ অঞ্চলে বাছাই পর্বে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন হয়েই এবারের বিশ্বকাপে এসেছে ইউএসএ।২০০৯ সালে কনফেডারেশনস কাপের পর এই গ্রীষ্মে আবারো তারা সাউথ আফ্রিকায় পা রাখবে এই জার্সি পরে।
৩।স্লোভেনিয়াঃ
বাছাইপর্বে নিজেদের গ্রুপে চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ডের মত দলকে এবং সর্বশেষে প্লে অফে রাশিয়াকে চমকে দিয়ে চূড়ান্ত পর্বে জায়গা করে নেওয়া স্লোভেনিয়া এই জার্সি পরে ২য় বারের মত বিশ্বকাপ খেলবে। স্লোভেনিয়া ফুটবল দলের জন্য এই জার্সি প্রস্তুত করেছে নাইকি।
৪।আলজেরিয়াঃ
সুদানে আফ্রিকান চ্যাম্পিয়ন ইজিপ্টকে প্লে অফ ম্যাচে হারানর পর আলজেরিয়া এই জার্সি পরে ১৩ জুন স্লোভেনিয়ার বিপক্ষে নিজেদের ইতিহাসে ৩য় বারের মত বিশ্বকাপ খেলতে নামবে। বিশ্বকাপে তাদের আগের অভিযান ছিল ২৪ বছর আগে।
গ্রুপ-ডিঃ
১।জার্মানিঃ
বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপ অঞ্চলে নিজেদের গ্রুপে চ্যাম্পিয়ন জার্মানদের জন্য জার্সি তৈরি করার ভার পেয়েছে এডিডাস। মাঝমাঠের নায়ক মাইকেল বালাককে হারিয়ে কিছুটা বেকায়দায় পড়লেও মিরোস্লাভ ক্লোস, বাস্তিয়ান্ শোয়েনস্টেইগাররা এই জার্সিতেই সাউথ আফ্রিকায় রাজত্ব করবেন বলে বিশ্বাস সমর্থকদের।
২।অস্ট্রেলিয়াঃ
ধারাবাহিক ২য় বারের মত বিশ্বকাপে আসা সকারুদের জন্য এবারের বিশ্বকাপের জার্সি তৈরি করার দায়িত্ব পেয়েছে নাইকি। নাইকির তৈরি অস্ট্রেলিয় হোম ম্যাচের জার্সির ডিজাইন এরকম।
৩।ঘানাঃ
ঘানা জাতীয় ফুটবল দলের ২০১০-১১ মৌসুমের জন্য এই জার্সি তৈরি করেছে পুমা। বিশ্বকাপের পর আফ্রিকান নেশনস কাপেও এই জার্সিতেই খেলবে ব্ল্যাক স্টাররা।
৪।সার্বিয়াঃ
বাছাইপর্বে গ্রুপসঙ্গী ফ্রান্সের বেশ খানিকটা সামনে থেকে সরাসরি বিশ্বকাপে কোয়ালিফাই করেছে সার্বিয়া। ২০১০ বিশ্বকাপ উপলক্ষ্যে তাদের জন্য জার্সি তৈরি করছে নাইকি।
প্রিয় দলের নিক নেইম না জানা থাকলে ক্লিক করুন-
বিশ্বকাপ ফুটবলের সবগুলো দলের নিক নেইম; জেনে নিন আপনার প্রিয় দলের নাম
১৩টি মন্তব্য ১৩টি উত্তর
আলোচিত ব্লগ
বেফাঁস মন্তব্য করায় সমালোচনার মুখে সমন্বয়ক হাসিবুল ইসলাম !
"মেট্রোরেলে আগুন না দিলে, পুলিশ না মারলে বিপ্লব সফল হতো না "- সাম্প্রতিক সময়ে ডিবিসি নিউজে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করে সমালোচনার শিকার বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক হাসিবুল... ...বাকিটুকু পড়ুন
আমিত্ব বিসর্জন
আমি- আমি- আমি
আমিত্ব বিসর্জন দিতে চাই।
আমি বলতে তুমি; তুমি বলতে আমি।
তবুও, "আমরা" অথবা "আমাদের"
সমঅধিকার- ভালোবাসার জন্ম দেয়।
"সারভাইভাল অব দ্য ফিটেস্ট"
যেখানে লাখ লাখ শুক্রাণুকে পরাজিত করে
আমরা জীবনের দৌড়ে জন্ম... ...বাকিটুকু পড়ুন
স্বৈরাচারী আওয়ামীলীগ হঠাৎ মেহজাবীনের পিছে লাগছে কেন ?
স্বৈরচারী আওয়ামীলীগ এইবার অভিনেত্রী মেহজাবীনের পিছনে লাগছে। ৫ ই আগস্ট মেহজাবীন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছিলেন ‘স্বাধীন’। সেই স্ট্যাটাসের স্ক্রিনশট যুক্ত করে অভিনেত্রীকে উদ্দেশ্য করে আওয়ামী লীগ তার অফিসিয়াল ফেইসবুকে... ...বাকিটুকু পড়ুন
বিড়াল নিয়ে হাদিস কি বলে?
সব কিছু নিয়ে হাদিস আছে।
অবশ্যই হাদিস গুলো বানোয়াট। হ্যা বানোয়াট। এক মুখ থেকে আরেক মুখে কথা গেলেই কিছুটা বদলে যায়। নবীজি মৃত্যুর ২/৩ শ বছর পর হাদিস লিখা শুরু... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। বকেয়া না মেটালে ৭ নভেম্বরের পর বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না আদানি গোষ্ঠী
বকেয়া বৃদ্ধি পেয়ে হয়েছে কোটি কোটি টাকা। ৭ নভেম্বরের মধ্যে তা না মেটালে বাংলাদেশকে আর বিদ্যুৎ দেবে না গৌতম আদানির গোষ্ঠী। ‘দ্য টাইম্স অফ ইন্ডিয়া’-র একটি প্রতিবেদনে এমনটাই... ...বাকিটুকু পড়ুন